জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, অপুর মা সবাইকে খেতে নিয়ে যান বাইরে। সবাই চলে গেলেও আর্য অপুকে হাতটা ধরে আটকে দেয়। অপুর উদ্দেশ্যে আর্য কিছু কথা বলতে গিয়েও থমকে যায়। এদিকে অপু একান্তে আর্যর সঙ্গে সময় কাটাতে অস্বস্তি বোধ করে।
আপুদের প্রতি মানসীকে অতিরিক্ত ভালোবাসার দেখাতে দেখে মীরার সন্দেহ হয়। মানসী জানিয়ে দেয়, আর্যর অপমান হতে দেবে না বলেই সে নিজেকে মানিয়ে নিচ্ছে। এদিকে সবাই খেতে বসে গেলেও মীরা খেতে চায় না। জোর করে আর্যর কথায় খেতে বসতে হয় তাকেও। খাওয়া শেষ হতেই, অপুর মা প্রস্তাব দেন আরও কিছুক্ষণ থাকার।

মীরা আবারও আপত্তি করে, এদিকে মানসীর আনা কেক কাটার বন্দোবস্ত করেন অপুর মা। কেট কাটার সব আয়োজন করে অপুকে কেকটা কাটতে বলা হয়, এমন সময় মানসী বলে, এই প্রোমোশন যার জন্য পেয়েছে অপু, তারও উচিৎ কেকটা কাটার। এই বিষয়ে সবাই একমত হয়, আর্যকেও অপুর সঙ্গে কেক কাটতে বলে সবাই।
একসঙ্গে ছুরি ধরে দুজনে কেক কাটছে দেখে, মীরা সহ্য করতে পারে না বলে বাইরে বেরিয়ে যায়। মানসী মনে মনে আনন্দ পায়, অপু-আর্যকে কাছাকাছি আসতে দেখে। একে অপরকে কে খাইয়ে দিতে বলে অপু-আর্যকে সবাই। ঠিক তখনই আর্যর ফোন বেজে ওঠে। ফোনের ওপার থেকে কিছু শোনা যায় না নেটওয়ার্কের অভাবে।
আরও পড়ুনঃ “তুই সিনিয়র হবি, তোর মতো হতে চাইবে সবাই!”— ‘পরিণীতা’র পারুলকে ‘আনন্দী’ অন্বেষার শুভেচ্ছা! পারুলের অভিনয়ে মুগ্ধ অভিনেত্রী, ঈশানীকে চোখে জল এনে দেওয়া মতো বার্তা দিলেন! দুই অভিনেত্রীর এই অনবদ্য সম্পর্কে, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা!
আর্য অপর্ণাকে অনুরোধ করে, এমন জায়গায় নিয়ে যেতে যেখানে নেটওয়ার্ক পাওয়া যাবে। সেই মতো আর্যকে নিয়ে অপু বেরিয়ে পড়ে, মীরা এদিকে উদ্বিগ্ন হয়ে ওঠে ওদের দুজনকে একসঙ্গে যেতে দেখে। কিঙ্কর মীরাকে সাবধান করে, এই মুহূর্তে সংযত থাকতে। এদিকে জানা যায়, আর্য মিথ্যে কথা বলে অপর্ণাকে বাইরে নিয়ে এসেছে মনের কথা জানাতে। অপর্ণা রেগে চলে গেলেও, আর্য হাল ছাড়ার পাত্র না!