জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, অপর্ণা বারবার বলতে থাকে সেই বাড়ির কথা। কিঙ্কর পাল্টা অপর্ণার মতিভ্রম হয়েছে বলে কথা ঘোরাতে থাকে। বিরক্ত হয়ে অপর্ণা নিজে গিয়ে বাড়িটা পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয়। অর্ক অপর্ণার সঙ্গে যাবে ঠিক করে, আর্য আর কিঙ্কর আতঙ্কিত হয়ে যায় এই কথায়।
কিঙ্কর ভাবে, অপর্ণাকে যেমন করেই হোক বোঝানো যাবে। কিন্তু অর্ক কিছু বুঝতে পেরে গেলে সমস্যা, তাই কিঙ্কর বলে যে আর্য আর সেও যাবে অপর্ণার সঙ্গে ওই বাড়িতে। সবাই মিলে অপর্ণার কথা মতো সেই বাড়িতে উপস্থিত হয়। ভেতরে ঢুকতেই অপর্ণা অবাক হয়ে যায়! যে বাড়ি আগের রাতেও এতো অপরিষ্কার আর বদ্ধ ছিল, সেই বাড়িকে আজ চেনাই যাচ্ছে না। এমনকি সেই ড্রেসিং টেবিল আর ছবিটাও নেই!

অপর্ণা সবাইকে বোঝাতে চায় যে কেউ ইচ্ছা করে করেছে। কিন্তু কিঙ্কর আবারও অপর্ণার গতরাতে জ্বরের কথা মনে করিয়ে মতিভ্রম হয়েছে বলে। এদিকে অর্ক বলে ওঠে, সেও আগে এই বাড়িতে এসেছে কিন্তু কার বাড়ি জানে না। আর অপর্ণার কথা মতো এই বাড়ি আগে সত্যিই অন্যরকম ছিল। বেগতিক দেখে কিঙ্কর অর্ককে জোড় করে বাড়ি নিয়ে যায়। এদিকে আর্য সত্যিটা অপর্ণাকে বলতে গিয়েও পারে না। অপর্ণা বাড়ি ফিরে আসে সেই ছবির কথা ভাবতে ভাবতে।
বাড়ি ফিরতেই মা-বাবা অনেক করে বোঝানোর চেষ্টা, হাসানোর চেষ্টা করে অপর্ণাকে। কিন্তু অপর্ণা এখনও গম্ভীর, মুখে একটাও কথা নেই। শুধু মনে প্রশ্নের পাহাড়। ভাবতে থাকে অপর্ণা, কি এমন সত্যি যেটা মেঘরাজ আর ওই ব্যক্তি তাকে বলতে চাইছিল? ভাবতে ভাবতেই অপর্ণার মনে হয়, সে এইসব কারণে মা-বাবার থেকে দূরে সরে যায়। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে সে। মা-বাবার সঙ্গে অপর্ণা কথা বলা শুরু করে আগের মতো।
আরও পড়ুনঃ ফিরে এসেই চমক দিলেন সৌমিতৃষা! ওষুধ চলছে, বাইরের খাবার বারণ, তবু মন ভাল রাখতে নিজেই ঘরে বসেই বানালেন মাগ কেক! আগের প্রাণবন্ত রূপে ‘মিঠাই’ এর ভিডিও দেখে আপ্লুত অনুরাগীরা!অসুস্থতা কাটিয়ে আবারও পুরনো ছন্দে ফিরছেন অভিনেত্রী!
অন্যদিকে অর্ক বাড়ি ফিরেই একই কথা বলছে, কিঙ্কর বোঝানোর চেষ্টা করছে। মানসী সবটা শুনে বলে, আর্যর সঙ্গে অপর্ণার একটা যোগ আছে। যতবার অপর্ণা বিপদে পড়ে, আর্য ঠিক রক্ষা করে নেয়। এদিকে রাজলক্ষ্মী ভাবছে অর্ক পুরোনো বাড়িতে গিয়েছিল, এমনকি অপর্নাও! তাঁদের মধ্যে একজন সত্যিটা খুঁজে পেয়ে যেত, তাহলে কি হতো? অর্যকে এই বিষয়ে প্রশ্ন করতেই, সে উত্তর দেয় যে ভবিতব্য তাদের ওই বাড়িতে নিয়ে গেছে।