জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শ্বেতার প্রথম অভিনয়ের সুযোগ আসে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে নায়িকার চরিত্রে! রাজ চক্রবর্তীর এই ছবি দিয়েই হতে পারত শ্বেতার বড় পর্দায় অভিষেক! কেন অভিনয় করা হয়নি অভিনেত্রীর সেই ছবিতে?

আজকের বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ‘শ্বেতা ভট্টাচার্য’কে (Sweta Bhattacharya) চেনে না এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল। ‘জারোয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’ থেকে শুরু করে ‘তুমি রবে নীরবে’— প্রতিটি ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তিনি। বর্তমানে ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। টেলিপাড়ায় শ্বেতা এক অনন্য নাম, যাঁর পরিশ্রম আর প্রতিভা তাঁকে এনে দিয়েছে সাফল্যের চূড়া।

শ্বেতার এই জনপ্রিয়তা কোনও ম্যাজিক নয়। বহু ঘাম, অধ্যবসায় আর আত্মনিবেদন রয়েছে এই প্রিয় অভিনেত্রী হয়ে ওঠার এই সাফল্যের পিছনে। অনেকেই ভাবেন, ছোটবেলা থেকেই বুঝি তাঁর স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। কিন্তু বাস্তবটা একেবারেই উল্টো। শ্বেতার প্রথম ভালবাসা ছিল নাচ। তিনি নাচকেই কেরিয়ারে পরিণত করতে চেয়েছিলেন একটা সময়। কখনও কল্পনাও করেননি যে, অভিনেত্রী হবে, বা তাঁকে অভিনয়ের পথ ডেকে নেবে।

তাঁর জীবনের মোড় ঘুরে যায় ‘ডান্স বাংলা ডান্স’ মঞ্চে অংশ নেওয়ার পর। তখন ক্লাস নাইনে পড়েন তিনি। সেখান থেকেই হঠাৎ ডাক আসে অভিনয়ের জন্য, তাও আবার বড়পর্দার জন্য। পরিচালক রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে নায়িকার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, পড়াশোনা শেষ না করা পর্যন্ত মা কোনও কিছু করতে দেবেন না— এই কঠোর নিষেধাজ্ঞা মেনে শ্বেতাকে ফিরিয়ে দিতে হয় সেই সুযোগ।

যদিও ব্যাক্তিগত কারণে প্রথম ছবির সুযোগ হাতছাড়া হয়, তবু শ্বেতার অভিনয় জীবনের দরজা পুরোপুরি বন্ধ হয়নি। স্কুলের গন্ডি পেরিয়ে, পরে রাজ চক্রবর্তীর আরও কয়েকটি জনপ্রিয় ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। যেমন ‘চ্যালেঞ্জ’, ‘লে ছক্কা’ ইত্যাদি ছবিতে অভিনয় দক্ষতা প্রমাণ করেন তিনি। এই অভিজ্ঞতাগুলিই ধীরে ধীরে তাঁকে গড়ে তোলে পর্দার এক আত্মবিশ্বাসী মুখ হিসেবে। তারপরেই আসে সেই মোড়!

আরও পড়ুনঃ টেলি অভিনেত্রীর জীবনে জোড়া পুরুষ! দ্বিতীয় জনের অস্তিত্বের খবর পেতেই প্রেমিকের হানা শুটিং ফ্লোরে! পর্দায় এখন প্রেমের দৃশ্যেও নজরবন্দি হতে হচ্ছে! এই অভিনেত্রীর সম্পর্ক জটিলতায় রীতিমতো অস্বস্তি পরিবার থেকে টেলিপাড়ায়!

শেষমেশ, টেলিভিশনই হয়ে ওঠে তাঁর নিজের জায়গা। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত একটি ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা রাখেন শ্বেতা। আর সেখান থেকেই শুরু হয় তাঁর দর্শকমনের যাত্রা। একের পর এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়, জনপ্রিয়তা এবং পরিণত অভিনয়ের জন্য নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। আজকের শ্বেতা শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন লড়াকু শিল্পী, যাঁর গল্পটা অনুপ্রেরণা হয়ে উঠেছে বহু তরুণীর জন্য।

Piya Chanda