জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এক ঝটকায় সিংহাসন থেকে ছিটকে গেল পরশুরাম! রানী ভবানীর হাতে উঠল টিআরপির রাজমুকুট!

বাংলার প্রতিটি ঘরের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বাংলা ধারাবাহিকগুলি। সকাল হোক বা সন্ধে, পরিবারের সকলে মিলে বসে টিভির সামনে নাটকের চরিত্রগুলোর সঙ্গে হেসে-কেঁদে নেওয়া যেন নিত্যদিনের রুটিন। বাড়ির মা-কাকিমা থেকে শুরু করে কর্মজীবী মানুষজনও নিজেদের ব্যস্ত সময়ের মাঝখানে এই ধারাবাহিকগুলোর একটি নির্দিষ্ট সময় খুঁজে নেন। গল্পের মোড়, সম্পর্কের ওঠানামা, আর চরিত্রের জয়-পরাজয় মিলিয়ে টিভি ধারাবাহিক এখন শুধুই বিনোদনের নয়, এক আবেগের জায়গা।

কোন চরিত্র কার প্রেমে পড়ল, কার জীবনে এল নতুন বাঁক — এই সবই আজকের সোশ্যাল মিডিয়া আলোচনার বিষয়। অফিসের টিফিনে বা স্কুলের টিচাররুমেও চলে এই ধারাবাহিক নিয়ে গুঞ্জন। কেউ ফুলকির দুষ্টুমি নিয়ে হাসেন, কেউ বা জগদ্ধাত্রীকে আদর্শ মনে করেন। এই আবেগ ও সংলগ্নতাই ধারাবাহিকের টিআরপি বাড়ানোর বড় কারণ। দর্শকরা নিজের পরিবারের অংশ করে নেন গল্পের চরিত্রগুলিকে। আর সেই টানেই তারা নিয়মিত ফিরে আসেন সেই চ্যানেল ও সেই সময়ে।

সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ মানেই শুরু নতুন জল্পনা। কে এগোলো, কে পেছালো — সেটা নিয়ে শুরু হয় দর্শকমহলে বিশ্লেষণ। প্রোডাকশন হাউজগুলোর মধ্যেও শুরু হয় চাপা প্রতিযোগিতা। তালিকায় কে সেরা, কে দ্বিতীয় — এই লড়াইয়ে প্রতিটি ধারাবাহিক নিজের জায়গা ধরে রাখতে চায়। কিছু ধারাবাহিক প্রথম থেকেই নিজের জায়গায় অটুট থাকলেও, নতুন ধারাবাহিকগুলি লড়ছে জায়গা করে নেওয়ার জন্য। টিআরপির এই খেলায় গল্প, অভিনয়, প্রোডাকশন — সবই হয়ে উঠছে বড়ো ফ্যাক্টর।

তালিকায় এই সপ্তাহেও শীর্ষে রয়েছে ‘রাণী ভবানী’, টিআরপি ৭.১! দ্বিতীয় স্থানে ‘পরিণীতা’ ৬.৯ নিয়ে, আর তৃতীয় স্থানে ‘পরশুরাম’ ৬.৮ পেয়ে। সামান্য ব্যবধানে ‘জগদ্ধাত্রী’ চতুর্থ স্থানে (৬.৭)। এরপরেই রয়েছে ‘ফুলকি’ ও ‘রাঙামতি’, দু’টিরই স্কোর ৬.৪। অন্যদিকে ‘চিরদিনই তুমি যে আমার’ টিআরপি তুলেছে ৫.৭, যা যথেষ্ট প্রশংসনীয়। কিন্তু নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’র ওপেনিং রেটিং কিছুটা হতাশ করেছে, মাত্র ৩.৫ (Wed–Fri)।

আজকের টিআরপি তালিকা দেখে নেওয়া যাক এক নজরে:

BT •• রাণী ভবানী 7.1 👑
2nd •• পরিণীতা 6.9
3rd •• পরশুরাম 6.8
4th •• জগদ্ধাত্রী 6.7
5th •• ফুলকি, রাঙামতি 6.4
Trending!
লক্ষ্মী ঝাঁপি (Opening) 3.5(Wed-Fri)
চিরদিনই তুমি যে আমার 5.7
গীতা LLB 2.2
কুসুম 4.2

Piya Chanda