জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আবারও ঐতিহাসিক রূপে দেখা যাবে অভিনেতা সায়ক চক্রবর্তীকে? ‘রাণী ভবানী’র রাজপাটে তাঁর চরিত্র ঘিরে কৌতূহল চরমে!

বাংলা টেলিভিশনে ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ধারাবাহিকের প্রতি দর্শকদের আগ্রহ বরাবরের মতোই তুঙ্গে। সাম্প্রতিক সময়ে স্টার জলসায় শুরু হওয়া ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ তার প্রমাণ। বাংলা টকিজের প্রযোজনায় তৈরি এই ধারাবাহিক প্রথম দিন থেকেই টিআরপি তালিকায় নজর কেড়েছে। মুখ্য চরিত্রে রয়েছেন রাজনন্দিনী পাল, যিনি এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার ছোটপর্দায় পা রেখেছেন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সিরিয়ালটি ৭.১ নম্বর পেয়ে এক নম্বর স্থানে পৌঁছে গিয়েছে।

দর্শকদের বাড়তি উত্তেজনা তৈরি করেছে এই খবর—‘রাণী ভবানী’তে যোগ দিচ্ছেন জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তী। টেলিভিশন ও সমাজমাধ্যমে সমান জনপ্রিয় এই অভিনেতা তাঁর ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলোও নিয়মিত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এবার তাঁকে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রে, যা গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে।

জানা গিয়েছে, সায়ক অভিনয় করছেন ‘রাজা রাজবল্লভ’-এর চরিত্রে। ঐতিহাসিকদের মতে, রাজবল্লভ ছিলেন এক ধূসর চরিত্র, যার ভূমিকা নাটোরের রাণী ভবানীর জীবনে রহস্যময়। এই চরিত্রের মাধ্যমে ভবানীর রাজপাটে নতুন দ্বন্দ্ব ও চক্রান্তের গল্প সামনে আসবে। সায়কের নিজের কথায়, ঐতিহাসিক চরিত্রে অভিনয় তাঁর বরাবরের পছন্দের তালিকায়। এর আগে ‘রাসমণি’ ও ‘রামপ্রসাদ’-এ দেখা গিয়েছে তাঁকে। এবারও তিনি চেষ্টা করছেন দর্শকের মনে আলাদা ছাপ ফেলতে।

বর্তমানে ধারাবাহিকের কাহিনি এগোচ্ছে রাণী ভবানী ও রাজা রামকান্তর বিয়েকে ঘিরে। রাজ বিবাহের পর নতুন শ্বশুরবাড়িতে এসেই বিপাকে পড়তে চলেছেন ভবানী। পরিবারের কিছু সদস্য তাঁর বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। নাটোরের রাজাকে বিয়ে করলেও রাজরানীর সম্মান তিনি পাবেন কি না, তা নিয়েই চলছে উত্তেজনা। দর্শকের মনে এখন প্রশ্ন—এই লড়াইয়ে কি ভবানী সবার মন জয় করতে পারবেন?

প্রচার শুরুর আগে থেকেই ‘রাণী ভবানী’ নিয়ে ছিল নেটিজেনদের মধ্যে আলোচনা। আধ্যাত্মিক গল্পে ভর করে তৈরি হওয়ায় এর প্রতি ছিল আলাদা প্রত্যাশা। ধারাবাহিক শুরু হওয়ার পর সেই প্রত্যাশা পূরণ হয়েছে বলেই মনে করছে দর্শক মহল। এবার সায়ক চক্রবর্তীর মতো অভিজ্ঞ অভিনেতার উপস্থিতি গল্পে যে নতুন মাত্রা যোগ করবে, তা বলাই যায়। তাই আসন্ন পর্বগুলোয় দর্শকরা অপেক্ষা করছেন রাজবল্লভের পদক্ষেপ ও ভবানীর সংগ্রাম দেখার জন্য।

Piya Chanda