জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ঝগড়াহীন প্রেমে হিট অনুষা-আদিত্য, তবে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে? কি জানালেন অভিনেত্রী?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি অনুষা বিশ্বনাথন ও আদিত্য সেনগুপ্ত তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেকটা খোলামেলা। সম্প্রতি গুঞ্জন উঠেছে, এই জুটি খুব শীঘ্রই চারহাত এক করার পরিকল্পনা করছেন। সামাজিক মাধ্যমে দু’জনের প্রেমের মুহূর্ত দেখেই বোঝা যায়, তাদের মধ্যে প্রেমের বন্ধন অত্যন্ত দৃঢ়। কিন্তু সত্যিই কি এই সম্পর্কের পরবর্তী ধাপ হবে বিয়ে?

অনুষা ও আদিত্য তাদের সম্পর্ক নিয়ে কোনও গোপনীয়তা রাখেন না। সামাজিক মাধ্যম ও জনসাধারণের সামনে তারা স্বচ্ছন্দেই নিজেদের সম্পর্ক প্রকাশ করেন। তাদের পরিবারও এই সম্পর্কের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। তবে বিয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে অনুষা হাসতে হাসতেই বলেন, “আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, আমি কি বিয়ে করছি! কিন্তু আমি কি বলেছি যে আমি বিয়ে করছি? আমরা দু’জনই এটি এখনও ঘোষণা করিনি।”

অনুষা ও আদিত্যের সম্পর্কের একটি বিশেষ দিক হলো ঝগড়া বা মান অভিমান তাদের মধ্যে খুবই কম। অনুষা জানান, কখনও কখনও আদিত্য শুধু মনোরঞ্জনের জন্য ঝগড়ার চেষ্টা করেন, “ও আক্ষেপ করে বলে ‘তুই তো ঝগড়াই করিস না। মনোরঞ্জনের জন্য তো ঝগড়া কর।’” কিন্তু বাস্তবে তাদের মধ্যে কোনো দীর্ঘমেয়াদি তিক্ততা নেই।

অনুষার মতে, সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তারা তা দ্রুত সমাধান করার চেষ্টা করেন। “আমরা দু’জনই দেখার চেষ্টা করি যাতে পরস্পরকে ‘পাঞ্চিং ব্যাগ’ হিসেবে ব্যবহার না করতে হয়। কোনও বিষয় চাপা রাখলে তা জমে যায়, তাই আমরা খোলামেলা কথা বলে সব মিটিয়ে নিই।” এই বোঝাপড়ার ফলে তাদের প্রেমের বন্ধন আরও দৃঢ় হয়েছে এবং ঝগড়াহীন সম্পর্কের উদাহরণ হয়ে উঠেছে।

টলিপাড়ায় গুঞ্জন উঠেছে যে আগামী বছরের শুরুতেই অনুষা ও আদিত্য বিয়ের পিঁড়িতে বসতে পারেন। যদিও অভিনেত্রী স্পষ্ট করে জানিয়েছেন, এখনো তারা বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তাদের সম্পর্কের স্বচ্ছতা ও বিশ্বাসই মূল বিষয়। তবে এই জুটি যে প্রেমে অনেকটাই প্রস্তুত এবং সম্পর্ককে পরিপূর্ণভাবে এগিয়ে নিতে চায়, তা সকলের কাছে স্পষ্ট।

Piya Chanda

                 

You cannot copy content of this page