জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘চিরদিনই তুমি যে আমার’-এর নতুন ঝড়! জন্মাষ্টমীর বিশেষ পর্বে অপুর গৃহপ্রবেশ, বাড়িতে ঢুকেই অদ্ভুত অনুভূতি… আর্যর হাত থেকে পড়ে যাওয়া গোপালের মূর্তি সামলাল অপু—কাহিনি কোন দিকে মোড় নেবে?

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মানেই আনন্দ আর ভক্তির মিশেল। বাঙালির ঘরে ঘরে এই উৎসব পালিত হয় ভোগ, আরতি, গোপাল সাজানো আর নানান আচার–অনুষ্ঠানের মধ্য দিয়ে। মিষ্টির গন্ধ, শঙ্খ–ঘণ্টার ধ্বনি আর মঙ্গলালোকের আবহে পূর্ণ হয় চারদিক। এমন শুভক্ষণে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) নিয়ে এসেছে বিশেষ এক মোড়, যেখানে মিলেছে উৎসব আর নাটকের মেলবন্ধন।

জি বাংলার এই ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে। অপর্ণা ও অপুর চরিত্রে দিতিপ্রিয়া রায় আর আর্য র চরিত্রে জিতু কামালের অভিনয় দর্শকদের কাছে আলাদা মাত্রা এনে দিয়েছে। পারিবারিক গল্প, রহস্য, ভালোবাসা আর টানাপোড়েন—সব মিলিয়েই ধারাবাহিকটি টিআরপি তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছে।

Zee Bangla Serial Chirodini Tumi Je Amar Today Episode 16 Aug

এবার কাহিনিতে আসছে নতুন মোড়। জন্মাষ্টমীর শুভক্ষণেই হতে চলেছে অপুর গৃহপ্রবেশ। পরিবারের সদস্যরা একসঙ্গে মিলিত হয়ে উদযাপন করবেন এই মুহূর্ত। কিন্তু উৎসবের আনন্দের আড়ালেই লুকিয়ে আছে রহস্য, আর সেখান থেকেই কাহিনি পাবে নতুন দিশা।

জি বাংলার নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, অপুর প্রবেশ ঘটছে আর্যর বাড়িতে। ঘরে ঢুকেই তার মনে হচ্ছে—এ জায়গায় সে আগে এসেছে, যেন পরিচিত অনুভূতি ভেসে উঠছে। ঠিক সেই সময় আর্যর হাত থেকে পড়ে যেতে যায় গোপালের মূর্তি, কিন্তু অপুর হাতেই সেটি রক্ষা পায়। জন্মাষ্টমীর দিনে গোপালের মূর্তি বাঁচানোর এই দৃশ্যেই যেন লুকিয়ে আছে আগামী কাহিনির ইঙ্গিত।

এখন দেখার অপেক্ষা, অপুর এই নতুন সূচনা তাকে কোন পথে নিয়ে যাবে। গৃহপ্রবেশের আনন্দ কি নতুন জীবনের সুখ বয়ে আনবে, নাকি সামনে আসবে অজানা রহস্য? আর্য–অপুর সম্পর্ক কি আরও গভীর হবে, না কি নতুন বাধা তৈরি করবে অদৃশ্য শক্তি? দর্শকদের কৌতূহল তুঙ্গে—আর তাই ১৮ ও ১৯ আগস্ট সন্ধ্যা ৬:৩০-এ সম্প্রচারিত বিশেষ এপিসোড যে সকলের নজর কাড়বে, তা নিয়ে আর কোনও সংশয় নেই।

Piya Chanda