জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ছোটপর্দায় অবহেলার কষ্ট, চরিত্রের গুরুত্ব বা সময় নেই!”—অভিমানেই ধারাবাহিক ছাড়ছেন সোমা ব্যানার্জি, ফিরলেন সেই পুরনো মঞ্চেই! ১৮ বছর পর মঞ্চে প্রত্যাবর্তন, এবার বিদায় টেলিভিশনকে!

জি বাংলার ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় বহুদিন পরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী ‘সোমা বন্দ্যোপাধ্যায়’ (Soma Banerjee)। ‘দাদামণি’ কিংবা ‘মিত্তির বাড়ি’–র মতো ধারাবাহিকগুলিতে তাঁর চরিত্র দর্শকদের মন ছুঁয়েছে প্রথমদিন থেকেই। তবে সম্প্রতি গল্পের পরিবর্তনের কারণে এই দুই ধারাবাহিক থেকেই তাঁকে দেখা যাচ্ছিল না। ধারাবাহিক ব্যস্ততার থেকে খানিকটা সরে গিয়ে তিনি এবার পুরোনো নেশার দিকেই ছুটে গেলেন, আঠারো বছর পর মঞ্চে ফেরা! তবে কি বিদায় জানাচ্ছেন ছোটপর্দাকে?

এই দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের বিরতির পর সোমার প্রত্যাবর্তন ঘটেছে নাটকের জগতে, যেখান থেকেই প্রথম তাঁর অভিনয়জীবনের শুরু। সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে মঞ্চে অনুষ্ঠিত হয়েছে ‘লাহোর ১৯৪৭’ নামের একটি নাটক। সেখানে তিনি ফুটিয়ে তুলেছিলেন দেশভাগের সময় লাহোরে বসবাসকারী এক হিন্দু মহিলার কাহিনি। চরিত্রটির জীবনে স্বামী-সন্তানহারা বেদনা, একাকিত্ব এবং ধর্মীয় বিদ্বেষের শিকার হওয়ার যন্ত্রণা জড়িয়ে ছিল।

তবুও নাটকটি মানুষে মানুষে ভেদাভেদ নয়, বরং মানবিকতার শক্তিকেই বড় করে তুলেছে। মঞ্চে সেই চরিত্রে অভিনয় করে সোমা নতুন করে খুঁজে পেলেন এক অন্য আনন্দ। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, মঞ্চ তাঁর কাছে যেন পুরনো এক সখের বই বা প্রিয় শাড়ির মতো। যত পুরনোই হোক, তাতে আলাদা এক গন্ধ থাকে, যা ফিরিয়ে আনে স্মৃতির ভাণ্ডার। এত বছর পর নাটকের আলোয় দাঁড়িয়ে তিনি যেন নিজের শুরুর দিনগুলোতে ফিরে গিয়েছিলেন। ধারাবাহিকের ব্যস্ততায় মঞ্চ থেকে দূরে সরে থাকলেও, মনে মনে সবসময় ইচ্ছে ছিল আবার একদিন নাটকে ফেরা।

সেই ইচ্ছে পূরণ হওয়ায় তাঁর আনন্দ ছিল দ্বিগুণ। সোমা আরও বলেন, অতীতে যাঁদের হাত ধরে মঞ্চে অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন, তাঁদের অনেকে আর বেঁচে নেই। ফলে দীর্ঘদিন সাহস পাননি নতুন করে উদ্যোগ নিতে। তবে এক সহকর্মীর প্রস্তাবেই তিনি আর পিছিয়ে যাননি। ধারাবাহিক থেকে একধাপ সরে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন— কম টেলিভিশনে কাজ করবেন, কিন্তু এত বছর পর একবার অন্তত মঞ্চে ফিরবেনই। অভিনয়জীবনে নানা রঙের চরিত্রে দর্শক তাঁকে দেখেছেন।

তবে এত বড় বিরতির পর এমন একটি শক্তিশালী চরিত্র পেয়ে তিনি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন। যদিও সোমার কাছে ধারাবাহিক এখনও সমান গুরুত্বপূর্ণ। তিনি নিজেই বলেছেন, ধারাবাহিকই তাঁদের টিকিয়ে রেখেছে, তাই একেবারেই তা ছেড়ে দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। আপাতত নাটকের মাধ্যমে নতুন স্বাদ পেলেও, খুব শিগগিরই তিনি আবার টেলিভিশনের পর্দায় ফিরবেন বলেও আশ্বাস দিয়েছেন। নতুন কোন চরিত্রে বা কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে, সেই খবরের অপেক্ষায় এখন তাঁর অনুরাগীরা।

Piya Chanda