জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ঠাকুরদাকে ক’সাই বলছে…গোপাল পাঁঠা কোনও কসা’ই নন, উনি স্বাধীনতা সংগ্রামী!” “তথ্য বিকৃত করেছে, আমাদের পরিবারের সম্মানহানি হয়েছে!”— ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর পরিচালকের বিরুদ্ধে এফআইআর ও মানহানির মামলা দায়ের গোপাল মুখার্জির নাতির!

পরিচালক ‘বিবেক অগ্নিহোত্রী’র (Vivek Agnihotri) নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ট্রেলার মুক্তির পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। ছবিটি আসলে পরিচালকের তৈরি তথাকথিত “ফাইলস ট্রিলজি”-র অংশ। এর আগে তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য তাসখন্দ ফাইলস’ তৈরি করেছিলেন, সেগুলি যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছিল। এবার সেই ধারাবাহিকতার মধ্যেই ৫ সেপ্টেম্বর ২০২৫ মুক্তি পাচ্ছে নতুন ছবি। ছবিতে স্বাধীনতা সংগ্রামী ‘গোপাল মুখার্জি’র (Gopal Mukherjee) চরিত্র যেভাবে তুলে ধরা হয়েছে, তা তাঁর পরিবার মেনে নিতে পারছেন না।

বিশেষত নাতি শান্তনু মুখার্জি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, তাঁর ঠাকুরদাকে বিকৃতভাবে দেখানো হয়েছে, যা শুধু তাঁদের পরিবারের জন্য নয়, সমগ্র সম্প্রদায়ের জন্যই অপমানজনক। এর জেরে তিনি পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। উল্লেখ্য, এই চরিত্রে অভিনয় করছেন টলিউড অভিনেতা সৌরভ দাস। গোপাল মুখার্জি, যিনি গোপাল পাঁঠা নামেও পরিচিত ছিলেন, একসময় ১৯৪৬ সালের দা’ঙ্গার সময় হিন্দুদের রক্ষায় অগ্রণী ভূমিকা নেন।

তাঁর নাতি শান্তনুর অভিযোগ, ছবিতে তাঁকে “এক থা ক’সাই গোপাল পাঁঠা” নামে উপস্থাপন করা হয়েছে, যা তাঁর প্রকৃত পরিচয়ের সঙ্গে একেবারেই মেলে না। শান্তনুর বক্তব্য, তাঁর ঠাকুরদা কখনওই ক’সাই ছিলেন না। তিনি পেশায় ছিলেন কুস্তিগীর এবং অনুশীলন সমিতির গুরুত্বপূর্ণ সদস্য। বাস্তবে তিনি দা’ঙ্গার সময় প্রতিরোধ গড়ে তোলার জন্য সাহসী উদ্যোগ নেন এবং স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। শান্তনুর দাবি, ছবির জন্য পরিচালক কোনও রকম ঐতিহাসিক গবেষণা করেননি।

গোপাল মুখার্জির পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়নি বলেও অভিযোগ তাঁর। এই অবহেলার ফলেই গোপাল মুখার্জির জীবন ও কর্মকে ভুলভাবে দেখানো হয়েছে। শান্তনু বলেছেন, তাঁর ঠাকুরদা নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং অতীতে অনেক স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে কাজ করেছেন। তাই তাঁকে কসা’ই হিসেবে দেখানো শুধু বিভ্রান্তিকর নয়, বরং অসম্মানজনকও। এ কারণেই তিনি জনসমক্ষে ক্ষমা প্রার্থনার দাবি তুলেছেন এবং আইনি পথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে ছবিটি নিয়ে আগ্রহও কম নেই। বিবেক অগ্নিহোত্রী নিজে এই ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন। প্রযোজক হিসেবে আছেন অভিষেক আগরওয়াল, পল্লবী যোশী এবং স্বয়ং বিবেক। ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার এবং সিমরত কৌরের মতো অভিনেতারা। ফলে রাজনৈতিক বিতর্ক সত্ত্বেও তারকাখচিত এই ছবি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। তবে মুক্তির আগেই যেভাবে ঐতিহাসিক চরিত্রের বিকৃতি নিয়ে আইনি ঝড় উঠেছে, তা এই ছবির যাত্রাকে আরও জটিল করে তুলল।

Piya Chanda

                 

You cannot copy content of this page