জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“তোমাকে ঘিরে বাঁচি মা, তোমাকে ছাড়া আমি কিছুই নই…” শুটিংয়ের শত ব্যস্ততার মাঝেও মায়ের ৬০ তম জন্মদিনে বিশেষভাবে পালন করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য!

“খুব ভালো থেকো মা, সুস্থ থেকো, এরকমই হাসিখুশি থেকো…” শুটিংয়ের ব্যস্ততার মাঝে মায়ের জন্মদিন পালন! মাকে উদ্দেশ্য করে শ্বেতার আবেগঘন বার্তা পড়ে ভক্তদের চোখে জল!

টলিউডের ব্যস্ত শিডিউলের মাঝেও পরিবারের জন্য সময় বের করেন তিনি। আলোর ঝলকানি, শুটিং ফ্লোর আর ক্যামেরার সামনে প্রতিদিনের দৌড়ঝাঁপ থাকলেও, ঘরের মানুষকে খুশি রাখার ক্ষেত্রে কখনও ফাঁকি দেন না। সম্প্রতি এক বিশেষ মুহূর্তের সাক্ষী হলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের ভক্তরা।

অভিনেত্রীর ঘরে সেই দিন যেন অন্য এক আবহ তৈরি হয়েছিল। রঙিন বেলুনে সাজানো হয়েছিল ঘর। খাটে রাখা দুটি কেক যেন জন্মদিনের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তুলেছিল। শ্বেতা নিজে হাতে কেক কাটলেন এবং স্নেহভরে মায়ের মুখে তুলে দিলেন এক টুকরো। শুধু তাই নয়, শ্বেতার মা-ও মেয়ের মুখে কেক তুলে দিয়ে সেই মুহূর্তকে আরও আবেগঘন করে তুললেন।

এই উদযাপনে পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিও নজর কেড়েছে। ছবিতে দেখা গেল, শ্বেতার স্বামী রুবেলকেও শাশুড়ির হাত থেকে কেক খেতে। এই দৃশ্যের মধ্যেই ধরা পড়ল এক মধুর পারিবারিক বন্ধন। মা-মেয়ে এবং জামাইকে ঘিরে তৈরি হওয়া আনন্দঘন মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীরা ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা বার্তায়।

ছবি শেয়ার করে অভিনেত্রী আবেগঘন ক্যাপশনে লিখেছেন— “শুভ জন্মদিন মা। আরও অনেকগুলো জন্মদিন এভাবেই পালন করো। খুব ভালো থেকো মা। সুস্থ থেকো, আর এরকমই হাসিখুশি থেকো। তোমাকে ঘিরে বাঁচি মা।” অভিনেত্রীর এই ভালোবাসা ভরা বার্তায় মিশে আছে এক মেয়ের অন্তরের টান। দর্শকরাও শ্বেতার এই নিখাদ আবেগে আপ্লুত হয়েছেন।

শুধু জন্মদিনেই নয়, শ্বেতা বহুবার প্রকাশ্যে জানিয়েছেন পরিবারের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা। একবার ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে তিনি বলেছিলেন— “বাবা-মা আমার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। বাবাকে কোনওদিন পুজোয় নিজের জন্য শার্ট কিনতে দেখিনি, মাকে শাড়ি কিনতে দেখিনি। অথচ আমার ছোট্ট ইচ্ছেগুলিই তাঁরা পূরণ করতেন। বাবা আমার ভগবান, আমার পৃথিবী।” মা-বাবাকে এতটা গুরুত্ব দেওয়া এবং তাঁদের প্রতি অগাধ ভালোবাসাই প্রমাণ করে, খ্যাতির শীর্ষে থেকেও শ্বেতার কাছে পরিবারই সবার আগে।

Piya Chanda