জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘কিছুতেই কাজ পাচ্ছি না, সেটা মানতে কষ্ট হচ্ছে’ – বিয়ের পর টলিউডে কর্মহীনঅভিনেত্রী পায়েল দেব! কেন বন্ধ হয়ে গেল তাঁর অভিনয় জীবন?

‘কিছুতেই কাজ পাচ্ছি না, সেটা মানতে কষ্ট হচ্ছে’ – রাজনীতি নাকি ওজন বেড়ে যাওয়া, কোন কারণে টলিউডে কাজ পাচ্ছে না অভিনেত্রী?

টলিউডে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পায়েল দেবের ভক্তরা তাকে পর্দায় দীর্ঘ সময় ধরে দেখতে পাননি। পর্দার বাইরে তাঁর জীবন এখন অন্য দিকে মোড় নিয়েছে। সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকলেও, তাঁর নতুন কাজের খবর চোখে পড়ছে না। অনেকেই প্রশ্ন করেন, বিয়ের পর কি পায়েল অভিনয় ছেড়ে দিয়েছেন, নাকি সে কেবল সংসারের দিকে মন দিয়েছেন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী নিজের অনুভূতি খুলে বললেন।

পায়েল দেব স্বীকার করেছেন, তিনি সংসার এবং কাজ—দুইই সমানভাবে সামলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বাস্তবতা তার প্রত্যাশার সাথে মেলেনি। প্রায় দুই বছর ধরে তিনি শুটিং ফ্লোর থেকে দূরে রয়েছেন। শেষবার দর্শক তাঁকে জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকে দেখেছেন। এরপর ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে কাজ শুরু হলেও চরিত্রটি দর্শকের মনে বিশেষ ছাপ ফেলতে পারেনি। যদিও, ‘এই পথ যদি না শেষ হয়’-এর ‘মুমু দিদি’ চরিত্র আজও দর্শকের মনে এক বিশেষ স্থানে রয়েছে।

পায়েল দেব জানান, “ইন্ডাস্ট্রিতে অনেকেই মনে করেন শাসক দলের সঙ্গে যুক্ত হলে কাজ সহজে পাওয়া যায়। কিন্তু আমার অভিজ্ঞতা ভিন্ন। আমি রাজনৈতিকভাবে সক্রিয়, মানুষকে সাহায্য করতে চাই, আর আমার বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার মুহূর্তটি আমার কাছে অত্যন্ত সম্মানজনক। এই সমস্ত সামাজিক দিকের কারণে কাজের প্রস্তাবের অভাব কি ওজন বা অন্য কারণে হয়েছে, তা বুঝতে পারছি না।”

অভিনেত্রী আরও বলেন, “শ্বেতা ভট্টাচার্য কিছুদিন আগে বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে আমরা শরীর বেচতে আসিনি। আমি একেবারেই তাই বিশ্বাস করি। অভিনয়ই আমার মূল আগ্রহ। কিন্তু দু’বছর ধরে শুটিং ফ্লোর থেকে দূরে থাকায় কষ্ট বাড়ছে। আমি মানসিকভাবে সেটি মেনে নিতে পারছি না।”

শেষে পায়েল দেব জানান, “আমি অন্য কোনো কাজের মাধ্যমে উপার্জনের পথ ভাবছি, যদিও আমার পরিবার আমাকে সর্বদা সমর্থন করছে। কিন্তু নিজের কষ্ট এবং অভাবের অনুভূতি মিটাতে চাই। আমার একটাই আশা, ভালো কোনো চরিত্রে ফিরতে পারব। আমি অভিনয় করতে চাই, দর্শকের ভালোবাসা পেতে চাই, আর সেই দিনটি যেন খুব দূরে না থাকে।”

Piya Chanda