বাংলা সিনেমার আইকনিক নায়িকা দেবশ্রী রায় দীর্ঘদিন পর আবার ছোটপর্দায়! কিন্তু এবার কোন অবতারে ফিরছেন তিনি, তা জানতে মুখিয়ে দর্শকরা!
বাংলা সিনেমার দুনিয়ায় একসময় রাজ করেছেন তিনি। সাদামাটা চরিত্র হোক বা জমকালো চরিত্র, অনবদ্য অভিনয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন দর্শকদের। আজও বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম আইকনিক অভিনেত্রী হিসেবে তাঁর নাম উঠে আসে। সিনেমার পাশাপাশি ছোটপর্দাতেও হাতে গোনা কিছু কাজ করেছেন তিনি। আর সেই কারণেই টেলিভিশনে তাঁকে দেখার জন্য ভক্তদের আগ্রহ একটু আলাদা।
‘সর্বজয়া’ ধারাবাহিকে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। এক সাধারণ গৃহবধূ থেকে অদম্য মানসিক শক্তি নিয়ে উঠে দাঁড়ানো এক নারীর চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন তিনি। কিন্তু সেই সিরিয়ালের পরে প্রায় তিন বছর কেটে গেছে। মাঝের এই দীর্ঘ সময়টায় ছোটপর্দায় তাঁর উপস্থিতি আর দেখা যায়নি। ফলে ভক্তদের প্রত্যাশা ক্রমশ বেড়েই চলেছিল—আবার কবে নতুন রূপে ফিরবেন প্রিয় নায়িকা?
অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তবে এবার কোনও সিরিয়ালে নয়। রিয়্যালিটি শোর মঞ্চে ফের পা রাখতে চলেছেন দেবশ্রী। জনপ্রিয় অনুষ্ঠান ‘ডান্স বাংলা ডান্স’-এর গ্র্যান্ড ফিনালে বিশেষ অতিথি হিসেবে হাজির হবেন তিনি। ছোটপর্দার দর্শকদের কাছে এটা নিঃসন্দেহে বড় চমক। কারণ, এবার তাঁকে শুধু উপস্থিত হতে নয়, নাচের মঞ্চে পারফর্ম করতেও দেখা যাবে।
সবচেয়ে বড় আকর্ষণ হল, এদিন দেবশ্রীর সঙ্গে একফ্রেমে ধরা দেবেন মিঠুন চক্রবর্তীও। টলিউডের সোনালি যুগে যাঁদের জুটি পর্দায় একের পর এক হিট দিয়েছে, সেই মিঠুন-দেবশ্রী আবারও একসঙ্গে আসছেন বহু বছর পর। শুধু তাই নয়, গানের তালে তালে নাচতেও দেখা যাবে তাঁদের। দর্শকদের কাছে এটা এক বিরাট নস্টালজিক মুহূর্ত হতে চলেছে, তা বলাই যায়।
আরও পড়ুনঃ ‘কিছুতেই কাজ পাচ্ছি না, সেটা মানতে কষ্ট হচ্ছে’ – বিয়ের পর টলিউডে কর্মহীনঅভিনেত্রী পায়েল দেব! কেন বন্ধ হয়ে গেল তাঁর অভিনয় জীবন?
প্রথম প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে মিঠুন-দেবশ্রীর একসঙ্গে নাচের ঝলক দেখে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। কমেন্ট সেকশনে ভক্তরা লিখেছেন, এই জুটি যেন আবার তাঁদের যুবক বয়সের স্মৃতি ফিরিয়ে দিচ্ছে। ছোটপর্দার এই বিশেষ মুহূর্ত তাই শুধু একটি রিয়্যালিটি শো-এর গ্র্যান্ড ফিনালেই সীমাবদ্ধ থাকছে না, বরং দর্শকদের কাছে এক আবেগঘন পুনর্মিলন হয়ে উঠছে।