জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাবার না সত্ত্বেও শেষমেষ আর্যের পাশে দাঁড়াল অপর্ণা! অশান্তি-অভিযোগের মাঝেও অফিস ট্যুরে গেল অপর্ণা, চোখে পড়ল আর্যের প্রতীক্ষা! এক গাড়িতে আর্য-অপর্ণা, হিংসায় কাঁপছে মীরা!

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, অফিসের কাজের জন্য বাইরে যেতে হবে জানায় আর্য। সব কর্মচারীরা রাজি হলেও, অপর্ণা দ্বিধায় পড়ে মা-বাবার কথা ভেবে। এরম পরিস্থিতিতে মীরা অপর্ণাকে অনেক অপমান করতে থাকে দায়িত্বজ্ঞানহীন বলে।

অপর্ণা এক পর্যায়ে রাজি হয়ে যায় যাওয়ার জন্য। সেই মতো বাড়িতে ফিরে অপর্ণা মকে সবটা জানালে তিনি কিছু বুঝতে পারেন না এবং বাবার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেন। বাবা বাড়ি ফিরতেই অপর্ণা জানায় তার কাজের জন্য বাইরে যেতে হবে আর দুই-তিনদিন থাকতে হয় পরে। এমনকি অপু বলে, সমস্ত অফিসে এই অনুষ্ঠানের আয়োজন হয়ে।

চিরদিনই তুমি যে আমার, Chiridini Tumi Je Amar, zee Bangla, জি বাংলা

যদিও অপর্ণা তার বাবাকে জানায় যে, এই কাজটা অফিসের তাই না করার জায়গা নেই। অপর্ণার বাবা বলেন, যে অফিসের কাজের জন্য রাতকাটাতে হয় অন্য জায়গায়, এমন কাজ না করাই ভালো। অপর্ণা জানিয়ে দেয়, সে আর্যকে আগেই যাবে বলে কথা দিয়ে এসেছে বাবা তাও আপত্তি করলে, অপু রেগে ঘর ছেড়ে বেরিয়ে যায়।

এদিকে বসে একে একে সব কর্মচারীরা এসে জড়ো হয়। আর্য দূরে দাঁড়িয়ে যে অপর্ণার অপেক্ষা করছে, সেটা মীরা বুঝে ফেলে। আর্য এরপর বাস নিয়ে রওনা দিতে বলে কিঙ্করকে, সে একটা জরুরী কাজ করে তারপর যোগ দেবে তাদের সঙ্গে। অন্যদিকে রুম্পা অপর্ণাকে সাহস যোগাতে থাকে সবার অমতে অফসাইটে যাওয়ার জন্য।

কিন্তু বাবার অনুমতি ছাড়া অপু যেতে চায় না। এমন সময় বাবা এসে অবশেষে অপুকে অনুমতি দিয়ে দেয়। আর্য অনেকক্ষন অপেক্ষা করার পর, অপর্ণা এসে হাজির হয়। এরপর দুজনে মিলে এক গাড়িতে কাজের জায়গায় পৌঁছয়। দুজনকে একসঙ্গে তাও আবার আলাদা ভাবে আসতে দেখে, মীরা খানিকটা মনক্ষুন্ন হয়।

Piya Chanda