জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভুল বোঝাবুঝি পেরিয়ে আসছে নতুন মোড়! ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে কি এবার দর্শকের সামনে ধরা দেবে বহু প্রতীক্ষিত প্রেম নিবেদনের এপিসোড?

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এখন ‘চিরদিনই তুমি যে আমার’। প্রতিদিন সন্ধ্যা ৬.৩০-এ জি-বাংলার পর্দায় এই ধারাবাহিক দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। শুধু গল্পের টুইস্ট নয়, চরিত্রগুলোর আবেগ-অনুভূতিও এই সিরিয়ালের মূল আকর্ষণ। সাম্প্রতিক টিআরপি রিপোর্ট বলছে, চলতি সপ্তাহে এই ধারাবাহিকের জনপ্রিয়তা এক লাফে বেড়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে গল্পে বারবার আর্য আর অপর্ণার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছিল। কখনও অহংকার, কখনও পরিবার নিয়ে দ্বন্দ্ব—সব মিলিয়ে তাদের সম্পর্ক বারবার টালমাটাল হয়েছে। দর্শকরা অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন, কবে সেই বাঁধা পেরিয়ে দু’জনের প্রেমের সম্পর্ক নতুন মোড় নেবে। এই দীর্ঘ প্রতীক্ষা এখন শেষ হতে চলেছে বলেই ইঙ্গিত মিলছে।

সম্প্রতি ধারাবাহিকের সেট থেকে কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যেই সেগুলো ভাইরাল হয়ে যায়। সেই সব দৃশ্যে দেখা যাচ্ছে জমকালো এক লঞ্চ সাজানো হয়েছে বিশেষ আয়োজনের জন্য। ফ্যান পেজগুলোতেও আলোচনা চলছে, খুব শীঘ্রই নাকি দর্শকরা দেখতে পাবেন বহু প্রতীক্ষিত প্রেম নিবেদনের মুহূর্ত।

ছবিগুলো দেখে অনুমান করা যাচ্ছে, লঞ্চ পার্টির মধ্যেই রাজকীয় ভঙ্গিতে অপর্ণাকে প্রপোজ করতে চলেছেন আর্য সিংহ রায়। সাজসজ্জা থেকে শুরু করে পোশাক—সবকিছুতেই রয়েছে বিশেষত্বের ছাপ। ধারাবাহিকের দর্শকরা মনে করছেন, এতদিন ধরে জমে থাকা আবেগ এবার একেবারে বিস্ফোরিত হবে সেই বিশেষ এপিসোডে। যদিও এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা হয়নি, তবে প্রোমো যে খুব শীঘ্রই আসতে চলেছে, তা নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে।

সবাই এখন জানতে চাইছেন—আর্য কি সত্যিই অপর্ণাকে প্রেমের প্রস্তাব দিতে পারবে? নাকি আবারও নতুন কোনো বাঁধা সামনে এসে দাঁড়াবে? একদিকে ফ্যানদের উত্তেজনা, অন্যদিকে টিআরপির গ্রাফ—সব মিলিয়ে বলা যায়, আসন্ন এপিসোডই হতে চলেছে ধারাবাহিকের অন্যতম বড় টার্নিং পয়েন্ট। এখন শুধু অপেক্ষা, কবে টিভির পর্দায় ধরা দেবে সেই রাজকীয় প্রেম প্রস্তাবের দৃশ্য।

Piya Chanda

                 

You cannot copy content of this page