বর্তমান সময়ে ছোটপর্দায় যে ধারাবাহিকগুলো দর্শকদের সামনে আসছে, তার বেশিরভাগই পারিবারিক দ্বন্দ্ব আর সম্পর্কের টানাপোড়েন ঘিরে আবর্তিত। একই রকম গল্পের ভিড়ে অনেক সময় দর্শক যেন নতুনত্বের খোঁজ পান না। তাই এবার অন্য স্বাদের গল্প নিয়ে হাজির হতে চলেছে একেবারেই ভিন্ন ধারার একটি ধারাবাহিক। যেখানে থাকবে রাজা, রানী, রাজপুত্র আর রাজকন্যার গল্প, সঙ্গে রূপকথার জগৎ।
এর আগে সান বাংলার (Sun Bangla) পর্দায় দর্শক একাধিক রূপকথা নির্ভর গল্প উপভোগ করেছেন। প্রতিবারই এই ধরনের কাহিনি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এবারও সেই জাদু ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। নতুন ধারাবাহিকের নাম রাখা হয়েছে ‘রূপমতী’। গল্পের কেন্দ্রে রয়েছেন এক রাজকন্যা, যাকে ঘিরেই শুরু হবে নানা রহস্য, ষড়যন্ত্র আর যুদ্ধের লড়াই।
গল্প অনুযায়ী, রূপনগরের রাজ্যাভিষেকের দিনই নেমে আসে অশুভ ছায়া। রাক্ষসদের দাপটে বিপর্যস্ত হতে থাকে রাজ্য। সেই সময় রাজকন্যা রূপমতী বাধ্য হয় রাজপ্রাসাদ ছেড়ে নির্বাসনে যেতে। তবে সেখানেই সে নিজেকে গড়ে তোলে এক অদম্য যোদ্ধা হিসেবে। শুধু সিংহাসনের লড়াই নয়, তার সংগ্রাম ন্যায় ও সত্য প্রতিষ্ঠার। এই পথে রূপমতীর পাশে থাকবে রাজপুত্র দেবদত্ত আর পরীরাজ্যের এক ছোট্ট বন্ধু তরতরি।
‘রূপমতী’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়িতা সান্যালকে। এতদিন তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করলেও, এবারই প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন। জয়িতা নিজেই জানিয়েছেন, “এই চরিত্রটা আমার কাছে ভীষণ কাছের। রূপমতী শুধু রাজকন্যা নয়, সে এক লড়াকু নারী। তার অদম্য প্রাণশক্তি প্রতিটি মেয়ের অনুপ্রেরণা হতে পারে। মুখ্য চরিত্রে অভিনয় করা আমার কাছে বড় সুযোগ, তাই দর্শকের আশীর্বাদ চাই।”
যদিও নায়িকার চরিত্র প্রকাশ্যে এসেছে, কিন্তু নায়ক কে থাকবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিংয়ের প্রস্তুতি। ফোর্থ ডায়মেনশন প্রযোজনায় তৈরি এই ধারাবাহিকটি সেপ্টেম্বর মাসেই সান বাংলার পর্দায় সম্প্রচারিত হতে চলেছে। তাই এবার ছোটপর্দার দর্শক আবারও পাড়ি দিতে চলেছেন রূপকথার রাজ্যে, যেখানে শুরু হবে রূপমতীর সংগ্রাম আর আত্মজয়ের গল্প।