জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

৩৭ বছরের দাম্পত্যে ভাঙ্গন! গোবিন্দাকে ডিভোর্স দিচ্ছেন সুনীতা! অভিনেতার বিরুদ্ধে একাধিক বি’স্ফো’রক অভিযোগ আইনজীবীর ! প্রকাশ্যে এলো সব সত্যি!

বলিপাড়ায় ফের একবার গুঞ্জনের মুখে উঠেছে বলিউডের প্রিয় জুটি গোবিন্দা ও সুনীতা আহুজা। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে কেউই ভাবতে পারত না, হঠাৎই বিচ্ছেদের খবরের চর্চা শুরু হবে। তবে গুঞ্জনগুলো কি সত্যি, নাকি শুধুই বাতাসে উড়ছে—এই প্রশ্নটাই এখন সকলের মুখে মুখে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই জুটিকে ঘিরে নানা আলোচনা তুঙ্গে।

কয়েক মাস আগে বলিপাড়ায় গোবিন্দা-সুনীতার দাম্পত্যে কলহের খবর ছড়িয়েছিল। শোনা গিয়েছিল, সুনীতা ডিভোর্সের পথে হাঁটছেন। পরে অবশ্য সেই খবরকে গুঞ্জন বলে ধামাচাপা দেওয়া হয়। কিন্তু গত শুক্রবার ফের এই বিতর্ক নতুন করে মাথাচাড়া দেয়। সংবাদমাধ্যমে খবর ছড়ায়, সুনীতা গোবিন্দার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং বিবাহ-বর্হিভূত সম্পর্কের অভিযোগ তুলে ডিভোর্সের মামলা করেছেন।

যেখানে গুঞ্জন রমরমা, সেখানে শনিবার সকালে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দ্রা একটি বিবৃতি প্রকাশ করেন। তিনি স্পষ্ট করে বলেন, “কোনও মামলা করা হয়নি। কোনো সমস্যা নেই। সবকিছু নিয়েই আলোচনা হয়েছে। তাই ডিভোর্সের খবর ছড়াবেন না।” তিনি আরও উল্লেখ করেন, গোবিন্দা ও সুনীতার রিয়েল লাইফ লাভস্টোরি অত্যন্ত জনপ্রিয়। তাই এসব গুঞ্জন স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে।

সুনীতা সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকারে জানান, দীর্ঘ ৩৭ বছর দাম্পত্যের পরও কয়েক বছর ধরেই আলাদা থাকেন তারা। তিনি এবং দুই সন্তান থাকেন আলাদা ফ্ল্যাটে, আর গোবিন্দা থাকেন অন্য বাংলেতে। নিয়মিত কথাও হয় না। সাক্ষাৎকারে সুনীতা বলেন, “গোবিন্দার কাজের সুযোগ কম, আর এখন যদি তিনি পরকীয়ায় জড়ান, তা আমার জন্য দুশ্চিন্তার বিষয়।” এই মন্তব্য থেকেই গুঞ্জন আরও তীব্র হচ্ছে।

শোনা যাচ্ছে, গোবিন্দা নাকি এক মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। এ কারণেই নাকি সুনীতার সঙ্গে দাম্পত্য ভাঙার গুঞ্জন তৈরি হয়েছে। যদিও এই মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সুনীতা এখনও বিচ্ছেদের বিষয় নিয়ে কোনো সরাসরি মন্তব্য করেননি। বলিপাড়ায় এখন অনুরাগীদের দৃষ্টি একটাই—গোবিন্দা-সুনীতার দাম্পত্য সংরক্ষণ হবে কি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page