জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপির মঞ্চে ফের শীর্ষে ‘পরশুরাম’! ‘রাণী ভবানী’ ও ‘চিরসখা’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, অন্যদিকে জি বাংলার ‘ফুলকি’ এবং ‘পরিণীতা’ কোন স্থান দখল করল?

বাঙালির নিত্যদিনের জীবনে বিনোদনের বড় ভরসা টেলিভিশনের ধারাবাহিক। সকাল থেকে রাত কাজের ফাঁকে কিংবা দিনের শেষে পরিবার একসঙ্গে বসে যে ক’ঘণ্টা আনন্দ খুঁজে নেয়, তার বড় অংশই জুড়ে থাকে এই সিরিয়াল। চরিত্রগুলির সুখ-দুঃখ, সম্পর্কের টানাপোড়েন কিংবা পারিবারিক লড়াই সবই যেন দর্শকের জীবনেরই প্রতিচ্ছবি। ফলে টিআরপি তালিকায় কে কত নম্বরে, সেটা শুধু টিভি চ্যানেলের জন্যই নয়, দর্শকের কাছেও সমান গুরুত্বপূর্ণ।

এই ধারাবাহিকগুলির মধ্যে টিআরপির দৌড় নিয়ে চলে রীতিমতো টানটান উত্তেজনা। কোন চ্যানেলের কোন সিরিয়াল দর্শকের মনে বেশি জায়গা করে নিল, আর কোনটা পিছিয়ে পড়ল সেই হিসেবেই ঠিক হয় শীর্ষে কারা থাকবে। কখনও পুরনো প্রিয় গল্প ফিরে আসে নতুন রূপে, আবার কখনও নতুন মুখ দর্শকের মন জয় করে নেয়। এই প্রতিযোগিতাই প্রতিটি সপ্তাহে তৈরি করে নতুন চমক, যা দর্শকদের আরও আগ্রহী করে তোলে।

সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষে উঠে এসেছে পরশুরাম, ৭.০ রেটিং নিয়ে। ধারাবাহিকটির গল্প ও চরিত্রের টানাপোড়েন দর্শকদের মন জয় করে নিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে একসঙ্গে দুটি ধারাবাহিক—রাণী ভবানী এবং চিরসখা, দু’টিই পেয়েছে ৬.৯। এই দুটি সিরিয়ালই বর্তমানে দর্শক টানার ক্ষেত্রে যথেষ্ট সফল।

তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী এবং পরিণীতা, দু’টির রেটিং ৬.৬। এরপর চতুর্থ স্থানে রয়েছে ফুলকি, যার রেটিং ৬.৪। পঞ্চম স্থানে রয়েছে রাঙামতি, রেটিং ৬.১। অন্যদিকে, জনপ্রিয়তা ধরে রেখেছে চিরদিনই তুমি যে আমার, যার রেটিং ৬.০। তবে ট্রেন্ডিং লিস্টে নজর কেড়েছে কুসুম (৪.২) এবং লক্ষ্মী ঝাঁপি (৩.৮), যদিও তারা এখনও শীর্ষে আসতে পারেনি।

নেওয়া যাক আজকের টিআরপির সম্পূর্ণ তালিকা—

BT •• পরশুরাম 7.0 👑
2nd •• রাণী ভবানী , চিরসখা 6.9
3rd •• জগদ্ধাত্রী , পরিণীতা 6.6
4th •• ফুলকি 6.4
5th •• রাঙামতি 6.1
Trending !
কুসুম 4.2
লক্ষ্মী ঝাঁপি 3.8
চিরদিনই তুমি যে আমার 6.0

Piya Chanda