জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অপেক্ষার অবসান! ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে পর্দায় ফিরছেন মানালি, দেবাদৃতা! নায়কের ভূমিকায় রণজয় বিষ্ণু! কোন চ্যানেলে আসছে এই নতুন মেগা?

টলিপাড়ায় চলছে নতুন পরীক্ষা-নিরীক্ষার হাওয়া। বড় পর্দার পাশাপাশি এখন তারকারা সমানভাবে ঝুঁকছেন ওটিটি প্ল্যাটফর্মের দিকে। দর্শকরাও বদলে ফেলছেন তাঁদের দেখার অভ্যাস। সেই ধারাতেই এবার একেবারে অন্য স্বাদের একটি গল্পে একসঙ্গে পর্দায় আসতে চলেছেন রনজয় বিষ্ণু, দেবাদৃতা বসু এবং মানালি মনীষা দে। তিন জনপ্রিয় মুখকে একই ফ্রেমে পাওয়ার খবর ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

জি ৫-এর উদ্যোগে তৈরি হচ্ছে একটি বিশেষ মাইক্রো ড্রামা। কয়েক মিনিটেই শেষ হবে প্রতিটি এপিসোড, আর সেই সব পর্ব মিলিয়েই সাজানো হবে সম্পূর্ণ সিরিজ। এমন পরীক্ষামূলক গল্পে এই তিন অভিনেতা-অভিনেত্রীকে একসঙ্গে দেখা যাবে। সূত্রের খবর, নির্মাতারা আশা করছেন দর্শকরা এই নতুন ধরণের কনটেন্টকে সাদরে গ্রহণ করবেন।

এই মাইক্রো ড্রামার কেন্দ্রে থাকছে একটি ত্রিকোণ প্রেমের গল্প। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রনজয় বিষ্ণু এবং দেবাদৃতা বসু। তাঁদের সঙ্গে থাকছেন মানালি মনীষা দে। ছোটপর্দা থেকে বড়পর্দা, এবার ডিজিটাল পর্দায় এই তিন তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শকরা। ইতিমধ্যেই শ্যুটিং শুরু হয়ে গিয়েছে বলে জানা গেছে।

রনজয়কে সম্প্রতি দেখা গিয়েছিল জি বাংলার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-তে, যেখানে শ্বেতার বিপরীতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল। অন্যদিকে দেবাদৃতা অভিনয় করেছেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে এবং সম্প্রতি একটি মিউজিক ভিডিওতেও নজর কেড়েছেন। মানালি কিন্তু ওটিটি দুনিয়ার চেনা মুখ। বিভিন্ন সিরিজে তাঁকে দেখা যায় মাঝেমধ্যেই। ফলে তিনজনকে একই সঙ্গে নতুন আঙ্গিকে পাওয়ার আগ্রহ বাড়ছে দিন দিন।

এই সিরিজের পরিচালনায় রয়েছেন অভ্রজিত সেন। এর আগে তাঁর প্রথম সিরিজ ‘লক্ষ্মী পেল লটারি’ যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল, যা তৈরি হয়েছিল মোট ৬০টি এপিসোডে। সেই অভিজ্ঞতা নিয়েই তিনি আবার ফিরছেন নতুন গল্প নিয়ে। এবার সংক্ষিপ্ত পর্বে জমাট বাঁধবে নাটকীয়তা। দর্শকের প্রত্যাশা তাই আরও বাড়ছে—রনজয়, দেবাদৃতা ও মানালিকে একসঙ্গে দেখা যে অন্য মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda