টেলিপাড়ার সদ্য বিবাহিত নায়িকার জীবনে যেন ট্রোল আর সমালোচনা যেন রোজের সঙ্গী! অভিনেত্রী ‘শার্লি মোদক’ (Sharly Modak) ফের একবার নেটদুনিয়ায় বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি সিক্রেট টেম্পটেশান আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁর সাজপোশাক নিয়েই উঠেছে নিন্দার ঝড়। সাদা অফশোল্ডার টপ আর বেগুনি স্কার্টে উপস্থিত হওয়ার পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছে তীব্র কটাক্ষ। কেউ পোশাক নিয়ে রসিকতা করেছেন, আবার কেউ সরাসরি অভিনেত্রীর চরিত্র নিয়ে অশালীন মন্তব্য করেছেন। সমালোচনার এই ঢেউ থেকে মুক্তি মেলেনি অভিনেত্রীর স্বামীরও।
যদিও শার্লির মতে, আসল সমস্যার সূত্রপাত হয়েছিল তাঁর পোশাক নির্বাচন প্রক্রিয়াতেই। তিনি জানিয়েছেন, আমন্ত্রণ পাওয়ার প্রায় তিন সপ্তাহ আগেই নিজের ডিজাইনারকে স্পষ্ট জানিয়েছিলেন অনুষ্ঠানের ড্রেস কোড নিয়ে। বহুবার আলাপ-আলোচনার পরও চূড়ান্ত পোশাকটি তাঁর হাতে পৌঁছেছিল ইভেন্টের ঠিক আধঘণ্টা আগে। এত দেরিতে ড্রেস পৌঁছনোয় অনেক কিছু আর বদলানোর সুযোগ ছিল না। ফলে শেষমেশ যেটুকু পরিবর্তন সম্ভব হয়েছিল, তাতেই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছে।
সমাজ মাধ্যমে একটি ভিডিও বানিয়ে নিজের ভুল নয়, বরং ডিজাইনারের গাফিলতিই তাঁকে এই সমস্যায় ফেলেছে বলে দাবি করেছেন শার্লি। তাঁর বক্তব্য, ড্রেসটি প্রথমে ট্রায়াল দেওয়ার সময় মোটামুটি ঠিকই মনে হলেও, দীর্ঘক্ষণ পরার পরই বোঝা যেতে শুরু করে সমস্যাগুলো। মেকআপ রুমে যেভাবে পোশাকটিতে নিজেকে দেখেছিলেন, অনুষ্ঠানস্থলে পৌঁছে নাকি আর তেমন লাগেনি। ফলে অনিচ্ছাসত্ত্বেও তিনি সমালোচনার মুখে পড়েছেন।
অভিনেত্রী এও জানিয়েছেন, দর্শকদের ভালোবাসা তাঁর কাছে সবচেয়ে বড় সম্পদ। তাঁদের জন্যই তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। তাই তাঁদের সমালোচনাকে তিনি একেবারেই হালকাভাবে নেন না। কিন্তু এখন এমন কিছুর জন্য তাঁকে ট্রোল করা হচ্ছে, যেটা তাঁর নিয়ন্ত্রণেই ছিল না! এই নিয়ে তিনি সত্যিই কষ্ট পেয়েছেন। তাঁর দাবি, নিজের নেওয়া সিদ্ধান্তের ফল ভোগ করলে তা মানা যায়, কিন্তু অন্যের গাফিলতির কারণে দোষারোপ হওয়াটা অন্যায়।
আরও পড়ুনঃ স্টার জলসার ‘গোধূলি আলাপ’ থেকে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’, বাংলা টেলিভিশনে নতুন ট্রেন্ড কি এখন অসমবয়সী প্রেম? কিন্তু আপনাদের মতে সেরা জুটি কারা— অরিন্দম-নোলক নাকি আর্য-অপর্ণা?
তবে এই ঘটনায় ভেঙে পড়েননি শার্লি। বরং খোলাখুলি ভাবে সমস্যা প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। কারোর পোশাক নিয়ে কোনও নিন্দা করতে চান না, তবে স্থান, সময় ও পরিস্থিতি অনুযায়ী পোশাক বেছে নেওয়া জরুরি বলেই মনে করেন তিনি। সেই সঙ্গে ডিজাইনারের প্রতি ক্ষোভও গোপন করেননি অভিনেত্রী। সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আর কারও উপর পুরোপুরি ভরসা করবেন না।