জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টুকে টুকেই পাস! ফুলকির নতুন পর্বে হুবহু মিঠাইয়ের ছাপ! রোহিতের মৃ’ত্যুর পর রকস্টার রূপে ফিরে আসার ট্র্যাক দেখে দর্শকেরা বিস্মিত! মিঠাইকে ঝেঁপে আর কতদিন চলবে? প্রশ্ন দর্শকদের

বাংলার টেলিভিশন দুনিয়ায় প্রতিদিনই নানা ধরনের নতুন গল্প দেখা যায়। দর্শকের মনোরঞ্জনের জন্য চ্যানেলগুলি নানা রকম চমক নিয়ে হাজির হয়। কিন্তু অনেক সময় সেই নতুনত্ব নিয়েই প্রশ্ন ওঠে দর্শকমহলে। সম্প্রতি এমনই এক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’। জি বাংলার এই সিরিয়াল শুরু থেকেই ভালো টিআরপি ধরে রেখেছে, তবে বর্তমানে গল্পের মোড় ঘিরে নেটিজেনদের মধ্যে জোরালো আলোচনা শুরু হয়েছে।

বর্তমান ট্র্যাকে দেখা গিয়েছে, রুদ্রের গুলিতে মারা যায় রোহিত। আকস্মিক এই মৃত্যুর পর ফুলকি ভেঙে পড়লেও ডাক্তার রোহিতের হার্ট অন্য এক অসুস্থ ব্যক্তিকে দান করার পরামর্শ দেন। ফুলকিও সম্মতি দেয়। কারণ তার বিশ্বাস, এভাবেই যেন তার স্বামী পৃথিবীতে বেঁচে থাকবে। এখান থেকেই গল্পে আসল মোড়ক শুরু হয়।

ফুলকি যখন সেই হৃদপিণ্ড পাওয়া ব্যক্তির সঙ্গে দেখা করতে যায়, তখনই ঘটতে থাকে চমক। দেখা যায়, সেই মানুষটির চেহারা অবিকল রোহিতের মতো। শুধু তাই নয়, রোহিতের শ্রাদ্ধানুষ্ঠানে হাজির হয়ে রকস্টারের মতো গিটার হাতে গান গেয়ে ফুলকির মন ভালো করার চেষ্টা করে সে। এই দৃশ্য দেখেই চমকে উঠেছেন অনেক দর্শক।

কারণ, এর আগে ‘মিঠাই’ ধারাবাহিকেও দেখানো হয়েছিল একেবারে একইরকম ট্র্যাক। সেখানেও সিদ্ধার্থের মৃত্যু দেখিয়ে পরবর্তীতে তাকে ‘রিকি দ্যা রকস্টার’ রূপে ফিরিয়ে আনা হয়েছিল। ফলে ফুলকির এই পর্ব দেখে মিঠাই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তুলনা শুরু করেছেন। কারও মতে, “মিঠাইয়ের গল্পই তুলে এনে ফুলকিতে ব্যবহার করা হয়েছে।”

নেটিজেনদের কেউ কেউ সরাসরি লিখেছেন, “টুকে টুকেই পাশ করছে ফুলকি।” আবার কেউ বলছেন, “পুরোটা হুবহু কপি।” যদিও এই নিয়ে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে এখনো কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে একটা বিষয় পরিষ্কার, বিতর্ক যতই হোক না কেন, দর্শকের আলোচনার কেন্দ্রে থাকতে পেরেছে ফুলকির বর্তমান ট্র্যাক। আর এই বিতর্কই বাড়াচ্ছে সিরিয়ালটির প্রচার এবং কৌতূহল।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda