জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আজ আমাদের হাতে সব কিছু থাকে না, তিন বছরে জনপ্রিয়তা তলানিতে” অকপট অভিনেতা নীল ভট্টাচার্য! নতুন ধারাবাহিক শুরুর আগে মুখ খুললেন নায়ক

ছোটপর্দার জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্যকে এখনও অনেক দর্শক ‘নিখিল’ নামেই মনে রাখেন। সেই নামেই তাঁকে ডেকে ওঠেন অনেকে। তবে সময় বদলেছে, চরিত্রও পালটেছে। দর্শকের কাছে কি সেই পুরনো জনপ্রিয়তা আর আগের মতো নেই? টলিপাড়ার আলোচনায় এখন বড় প্রশ্ন, নতুন ধারাবাহিক দিয়ে কি আবার নিজের জায়গা ফিরে পাবেন অভিনেতা?

২০২২ সালে শেষ হয়েছে নীল ভট্টাচার্য অভিনীত জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি। তার পর তিন বছর কেটে গিয়েছে। এই সময়ের মধ্যে একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তবু দর্শকের মনে ‘নিখিল’-এর আসনই যেন সবচেয়ে শক্তিশালী থেকে গিয়েছে। নতুন চরিত্রগুলো সেভাবে আলোচনার কেন্দ্রে আসেনি বলেই অনেকের মত। তাই ফের ছোটপর্দায় সাফল্যের দৌড়ে নীলকে দেখা যাবে কি না, তা নিয়েই বাড়ছে কৌতূহল।

এ প্রসঙ্গে অভিনেতা নিজেই জানিয়েছেন, জীবন মানেই ওঠা-নামা। সাফল্য যেমন আনন্দ দেয়, ব্যর্থতাকেও সমানভাবে গ্রহণ করতে জানতে হয়। তাঁর কাছে বড় অনুপ্রেরণা শাহরুখ খান। নীলের কথায়, শাহরুখের ক্যারিয়ারেও অনেক উত্থান-পতন এসেছে, সেখান থেকেই তিনি শিক্ষা নিয়েছেন। তিনি আরও বলেন, সব সময় সবকিছু শিল্পীর হাতে থাকে না। কোনও সিনেমা বা ধারাবাহিক সফল না হলেই যে অভিনেতার প্রতিভা কমে যায়, তা কখনওই নয়। উদাহরণ টেনে তিনি উল্লেখ করেছেন আমির খানের তারে জমিন পার-এর কথা, যা বক্স অফিসে খুব লাভ করেনি, কিন্তু আজও দর্শকের মনে জায়গা করে নিয়েছে।

শুধু অভিনেতার দক্ষতাই নয়, একটি ধারাবাহিককে ঘিরে কাজ করেন লেখক, পরিচালকসহ বহু মানুষ। দর্শকের কাছে যেটা হয়তো সেভাবে গ্রহণযোগ্য হয়নি, সেটি শিল্পীর কাছে সমান গুরুত্বপূর্ণ। তাই সাফল্য বা ব্যর্থতার হিসেব না কষে প্রতিটি চরিত্রকে সমান ভালোবেসে গ্রহণ করেন নীল। তিনি মনে করেন, অভিজ্ঞতাই বড় শিক্ষা। এই বিশ্বাস নিয়েই আবারও নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন তিনি।

এবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিশেষ আকর্ষণ, এই প্রথম বার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নীল। অন্যদিকে, একই চ্যানেলের আরেকটি ধারাবাহিকে বর্তমানে অভিনয় করছেন তাঁর স্ত্রী তৃণা সাহা। নায়কের কথায়, তাঁদের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই। বরং প্রত্যেকের জন্যই তাঁর কামনা সবাই ভাল কাজ করুক, দর্শকের ভালোবাসা পাক। এবার দেখা যাক, নতুন এই চরিত্র দিয়ে নীল ভট্টাচার্য আবারও কি দর্শকের মন জয় করতে পারেন।

আরও পড়ুনঃ স্বপ্নপূরণ হয়েও ভাঙনের মুখে! মহাবিবাহ সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো কুসুম-আয়ুষ্মান! সাতপাকে বাঁধা, সিঁদুর দান সব নিয়ম অতিক্রম করে কুসুম কী পারবে তার সিঁথির সিঁদুর রক্ষা করতে?

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page