জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“জনপ্রিয়তা আর সাফল্য যতই আসুক, আমার জীবনটাই উল্টো জার্নি!”—মানসী সিনহার অকপট স্বীকারোক্তি! বড় পর্দা থেকে ছোট পর্দা তারপর পরিচালকের আসনে বসেন! তাও কেন এমন বললেন তিনি? তবে কি পাকাপাকি অভিনয় ছাড়ছেন তিনি?

বাংলা বিনোদন জগতে অভিনেত্রী ‘মানসী সিনহা’র (Manasi Sinha) নামটা হয়ত আজ আর কারর কাছে অপরিচিত নয়। মানসীর অভিনয়ের শুরুটা হয়েছিল মঞ্চ থেকে। ছোটবেলায় মায়ের হাত ধরেই তিনি আত্মপ্রকাশ করেছিলেন থিয়েটারের মঞ্চে। তখন বয়স মাত্র তিন। মঞ্চ অভিনেত্রী মা, মণিদীপা রায় ছিলেন তাঁর প্রথম শিক্ষক। এরপর বয়েসের সঙ্গে তাল মিলিয়েই তিনি ছোট ছোট নাট্যদলে নিয়মিত অভিনয় করতে করতেই গড়ে তোলেন নিজের অস্তিত্ব।

সেখান থেকেই তাঁকে আবিষ্কার করেছিলেন বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার। বিখ্যাত ‘চারদুয়ার’ নাটকে অভিনয়ের সময় তরুণবাবুর পছন্দ হয় মানসীর অভিনয়। সেখান থেকেই টলিউডের দরজা খুলে যায় তাঁর সামনে। প্রথম ছবিই ছিল বহুল জনপ্রিয়—‘আলো’। এই ছবির সাফল্য তাঁকে পরিচিতি এনে দিলেও, অনেকদিন ধরেই দর্শক তাঁকে চিনতেন শুধুই “আলো সিনেমার মেয়েটা” বলে। তেমন বড়পর্দায় সুযোগও মিলছিল না, কিন্তু থেমে থাকেননি তিনি।

একে একে টেলিভিশন থেকে বড়পর্দা, সব মাধ্যমেই নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন। অভিনয়ের পাশাপাশি মানসী সিনহার মনে ছিল আরেকটি স্বপ্ন। ২০২৪ সালে তিনি সেই স্বপ্নকেই বাস্তব রূপ দেন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করে। তাঁর পরিচালিত ছবি ‘এটা আমাদের গল্প’ শুধু বক্সঅফিসেই নয়, দর্শকের মনেও গভীর ছাপ ফেলেছিল। শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য অভিনয় করেছিলেন প্রধান চরিত্রে।

তাবড় তাবড় অভিনেতাদের নিয়ে তৈরি এই ছবি নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল তাঁকে। তবে, তাঁর যাত্রাপথ অন্যদের মতো নয় বলে দাবি অভিনেত্রীর। আজও তিনি নিজের অভিনয় জীবনকে বর্ণনা করে “উল্টো জার্নি” বলে। কিন্তু কেন এমন বলেন তিনি? তাঁর কথায়, “শিল্পীরা থিয়েটারের থেকে, ছোটপর্দা থেকে সিনেমা বা বড়পর্দায় যায়। আমার ক্ষেত্রে বিষয়টা উল্টো। আমি বড়পর্দা থেকে ছোট পর্দায় এসেছিল। তখন কেউ আমায় চিনত না।

অনেকদিন ধরে আমায় পরিচয় করানো হতো ‘আলো’ সিনেমার মেয়েটা বলেই। পরে তো ধীরে ধীরে পরিচিতি বেড়েছে, এখন নিজস্ব একটা জায়গায় আছি। মানুষজন চেনে, ভালোবাসে।” এই স্বীকারোক্তিতেই মানসী বুঝিয়ে দিয়েছেন, তাঁর লড়াই কেমন ছিল। ছোট থেকে শুরু হলেও একসময় তিনি বড়পর্দায় নিজের জায়গা করে নিয়েছেন। আবার ছোটপর্দার নিয়মিত চেনা মুখ হয়েছেন। আজ তিনি শুধুই অভিনেত্রী নন, বরং টলিউডের এক গুরুত্বপূর্ণ নামও বটে।

Piya Chanda