জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

যতই ওড়ো দিন শেষে কাঞ্চনের ঘুড়ির লাটাই শ্রীময়ীর হাতেই বাঁধা! ভাইরাল দম্পতির ভিডিও ঘিরে ফের নতুন বিতর্ক

এক বছর আগের সেই বাসর রাতের ভিডিও ফের ভাইরাল। গান বেজে চলেছে— “যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে।” সমাজমাধ্যমে অনেকে মজা করে বলছেন, আজও নাকি কাঞ্চনের ‘লাটাই’ শ্রীময়ীর হাতেই শক্ত করে বাঁধা। বিশ্বকর্মাপুজোয় ঘুড়ি আর লাটাইয়ের প্রতীকী যোগে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু এই দম্পতি। কিন্তু শ্রীময়ী কি সত্যিই স্বামীকে হাতে রেখেছেন, নাকি এই সবটাই বাইরের দুনিয়ার বানানো গল্প?

অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি সম্পর্ককে ঘুড়ি-লাটাইয়ের খেলায় মাপতে চান না। শ্রীময়ীর কথায়, “সংসার অনেক সময় মেয়েদের হাতে থাকে, এটা সত্যি। কিন্তু সংসার আর বাইরের দুনিয়া এক নয়। কাঞ্চনকে আমি বহু বছর ধরে চিনি। ওর প্রতিটি অধ্যায় আমি পড়েছি, তাই কন্ট্রোল করার কোনও প্রশ্নই ওঠে না।” কিন্তু এ বক্তব্যেও বিতর্ক থামেনি। কেউ বলছেন, শ্রীময়ী স্বামীর প্রতি অগাধ বিশ্বাস রাখেন, আবার কেউ কটাক্ষ করছেন— আসলেই কি বিশ্বাস, না কূটনৈতিক জবাব?

কাঞ্চন মল্লিক শুধু অভিনেতা নন, রাজনীতির সঙ্গেও যুক্ত। ফলে তাঁকে ঘিরে স্বাভাবিকভাবেই আলোচনার ঝড় ওঠে। বিয়ের আগে থেকে এই সম্পর্ক নিয়ে নানা গুজব শোনা গিয়েছে। কারও মতে, শ্রীময়ীর সঙ্গে বিয়ে কাঞ্চনের জীবনে নতুন অধ্যায় নয়, বরং পুরনো বিতর্কেরই ধারাবাহিকতা। তাই যখন তিনি বলেন “ওর জীবনের সব চ্যাপ্টার আমার পড়া,” অনেকেই মুচকি হেসে জিজ্ঞেস করছেন— সব চ্যাপ্টারই কি সত্যিই জানা, না কি কিছু লুকোনো পাতা এখনও খুলে যায়নি?

সোশ্যাল মিডিয়ায় তাদের যুগল ছবি, একসঙ্গে কাটানো মুহূর্ত বারবার চর্চায় আসে। কিন্তু আলোচনার সুর সব সময় মিষ্টি নয়। কখনও সমর্থন, কখনও তির্যক মন্তব্য— সবটাই মিশে যায় এই দম্পতির চারপাশে। বিয়ের এক বছর পরও তাই প্রশ্ন রয়ে যায়— সংসারটা শ্রীময়ীর নিয়ন্ত্রণে চলছে, না কি কাঞ্চন নিজেই সব সামলে চলছেন?

এদিকে কাঞ্চনের সামনে আসছে বড় পরীক্ষা। পুজোয় মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি ‘রক্তবীজ ২’। ছবির প্রচারে শ্রীময়ীকেও দেখা যাচ্ছে স্বামীর পাশে। যদিও আপাতত নতুন কাজ হাতে নেই তাঁর, তবে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে পুজোর বিশেষ গানে উপস্থিতি তাঁকে আবার আলোচনায় এনে দিয়েছে। তবুও দর্শকের চোখে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— রূপালি পর্দা ছাড়াও, ব্যক্তিগত জীবনে কাঞ্চনের ঘুড়ির লাটাই কি সত্যিই শ্রীময়ীর হাতেই বাঁধা, নাকি এই সম্পর্কেও আকাশের মতোই লুকোনো ঝড় জমছে ধীরে ধীরে?

Piya Chanda