জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“সবাই জুটিতে, সেখানে অপর্ণা একা আর্য কোথায়?” “জীতুকে টেকেন ফর গ্র্যান্টেড করা হচ্ছে, এভাবে চললে জি বাংলা দেখা বন্ধ করবো!”— জি বাংলার পুজোর গানে ‘চিরদিনই তুমি যে আমার’ জুটির অনুপস্থিতি ঘিরে দর্শকদের ক্ষোভ! চ্যানেল কি সত্যিই জীতুকে উপেক্ষা করছে?

পুজোর গান ছাড়া যেন দুর্গাপুজোকে কল্পনাই করা যায় না। প্রতি বছরই যেমন নানা শিল্পীর কণ্ঠে নতুন গান মুক্তি পায়, এবারেও তার ব্যতিক্রম হয়নি। তবে সেই ভিড়ের মাঝেই জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি বাংলার (Zee Bangla) পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বিশেষ পুজোর গান ‘মাস জুড়ে শারদ সুরে’। ঢাকের তালে আর সাবেকি সাজসজ্জার সঙ্গে মিশেছে ধারাবাহিকের নায়ক-নায়িকাদের ঝলমলে উপস্থিতি।

প্রতিটি ধারাবাহিকের জনপ্রিয় জুটির উপস্থিতি গানটিকে একেবারে উৎসবমুখর করে তুলেছে। যেখানে পুরনো মুখের সঙ্গে হাজির হয়েছে সদ্য শুরু হওয়া ধারাবাহিকের নতুন জুটিরাও। তন্নিস্কা-সপ্তর্ষি থেকে অঙ্কিতা-সৌম্যদীপ, নন্দিনী-মৈনাক থেকে প্রতীক-অনুষ্কা, রুবেল-মোহনা– সব মিলিয়ে কাকে ছেড়ে কাকে দেখব অবস্থা। তবে, সবকিছু ভালোর মাঝে এবারের গানে একটা অসম্পূর্ণতা চোখে পড়েছে দর্শকদের। সাধারণত জুটি বেঁধেই হাজির হয়েছেন ধারাবাহিকের নায়ক-নায়িকারা।

কিন্তু ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মুখ্য চরিত্র অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়াকে দেখা গেছে সম্পূর্ণ একা! জুটি বাঁধা যেখানে গানটির অন্যতম বৈশিষ্ট্য, সেখানে নায়ক আর্য অর্থাৎ জীতু কামালের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বহু দর্শক। গান মুক্তি পাওয়ার পর থেকেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। কেউ লিখেছেন, “অপর্ণা একা কেন? ওরা জুটিতে নেই কেন, আর্য স্যার কোথায়?” আবার অন্যজনের অভিযোগ, “প্রায় সব ধারাবাহিকের জুটি একসঙ্গে এসেছে, শুধু আর্য-অপর্ণা আলাদা কেন?

এটা কি নায়িকার মিথ্যে অভিযোগের ভিত্তিতেই নায়ককে গুরুত্ব না দেওয়ার ইঙ্গিত?” দর্শকদের একটা বড় অংশ জীতুর অনুপস্থিতি মেনে নিতে পারছেন না। শুধু আর্য-অপর্ণার ভক্তরাই না, এই বিতর্কের মাঝেই ধারাবাহিকের ভক্তরাও সরব হয়েছে। কেউ কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন চ্যানেলের সিদ্ধান্ত নিয়েই। একাধিক দর্শক মনে করছেন, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের জনপ্রিয়তায় জীতুর অবদান অবিস্মরণীয়। তাঁর উপস্থিতি ছাড়া অপর্ণাকে আলাদা করে দেখানো মানেই দর্শকদের অনুভূতির প্রতি অবিচার।

কারও কথায়, “জীতুকে টেকেন ফর গ্র্যান্টেড করা হচ্ছে, যা একেবারেই মানা যায় না।” দিতিপ্রিয়ার একক উপস্থিতি যেখানে সৌন্দর্য বাড়িয়েছে গানের, সেখানে জীতুর অনুপস্থিতি তৈরি করেছে এক তীব্র বিতর্ক। উৎসবের আনন্দের মাঝেও দর্শকদের ক্ষোভ থামছে না। অনেকেই মনে করছেন, যদি এভাবে চলতে থাকে, তবে চ্যানেলের ভাবমূর্তিতেই প্রভাব পড়বে। তাই এবারের পুজোর গানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে একটাই প্রশ্ন—জি বাংলা কি সত্যিই জীতু কামালকে উপেক্ষা করছে?

Piya Chanda

                 

You cannot copy content of this page