টলিপাড়ার আলো ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকে অনেক না দেখা অন্ধকার। গ্ল্যামারের আলোয় যাঁদের আমরা দেখি, তাঁদের ব্যক্তিগত জীবন অনেক সময়েই ততটা উজ্জ্বল হয় না। এবার সেই অন্ধকার দিক নিয়েই সরব হলেন অভিনেত্রী ‘নয়না গঙ্গোপাধ্যায়’ (Naina Ganguly)। সম্প্রতি ‘চরিত্রহীন’ সিরিজের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী এবার সামাজিক মাধ্যমে খোলাখুলি জানালেন, সম্পর্কের নামে তিনি দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যা’তনের শিকার হয়েছেন!
অভিযোগের তীর নয়নার প্রাক্তন প্রেমিকের দিকে, যিনি টলিপাড়ার এক জনপ্রিয় নৃত্যগুরু। নয়নার দাবি, প্রায় তিন বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। প্রথমে সবকিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে অ’শ্রাব্য ভাষা, মানসিক চাপে ফেলা, এমনকি শারীরিক নির্যা’তন পর্যন্ত চলতে থাকে। সম্পর্কের মধ্যে থেকেও তিনি একাধিকবার অপমানিত হয়েছেন বলে জানান। নয়না লিখেছেন, “দিনের পর দিন শারীরিক আর মানসিক অত্যাচারে আমি শেষ হয়ে যাচ্ছি এবং আর্থিক ক্ষতিও হচ্ছে বিপুল পরিমাণে।”
ঘনিষ্ঠ এক ব্যক্তির কথায়, ওই নৃত্যগুরু নাকি ডান্স বাংলা ডান্স এর মাধ্যমে খুবই পরিচিত। বিবাহিত এবং একটি সন্তানের বাবাও। স্ত্রী থেকে আলাদা থাকলেও, তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি এখনও। আলাদা থাকাকালীন সময়েই নয়নার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতিও নাকি দিয়েছিলেন অভিনেত্রীকে। যদিও বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষার বদলে প্রতিদিনই তাঁর সঙ্গে করেন অকথ্য আচরণ। নয়নাও অবশ্য জানিয়েছেন, “আমাকে ভিতর থেকে শেষ করে দিয়েছিল রোজ অকথ্য ভাষায় আক্রমণ করে।
এখন সবার কথা, আমার আরও আগে রুখে দাঁড়ানো উচিত ছিল। কি করব, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারপর আমি রাজি হতেই অসম্ভব মানসিক যন্ত্রণা দেয় আমায়।” এমনকি অভিযোগ, নিজের অবস্থান জানাতে শুরু করার পর থেকেই হুমকি ফোন আসতে শুরু করেছে নয়নার কাছে। প্রকাশ্যে নাম বলার সাহস দেখালেই নাকি তাঁকে নানা ভয় দেখানো হচ্ছে। ফলে অভিনেত্রীর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। পেশাগত দিক থেকেও ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ পুজোর প্রাক্কালে ‘জগদ্ধাত্রী’র স্বয়ম্ভু পড়েছেন প্রেমে! অঙ্কিতা নয়, স্টার জলসার জনপ্রিয় নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি! গুঞ্জন টলিপাড়ায়! কে সেই নায়িকা জানেন?
তিন বছরের এই সম্পর্কে জড়ানোর পর থেকে অভিনয়ের কাজ প্রায় বন্ধ হয়ে যায় তাঁর। অথচ একসময় রামগোপাল বর্মার হাত ধরে দক্ষিণী সিনেমায় সুযোগ পেয়েছিলেন নয়না! তাঁর কেরিয়ারের শুরুটাও হয়েছিল যথেষ্ট ভালো। বিনোদন জগতে এমন অভিজ্ঞতা একেবারেই নতুন নয়। তবু একজন অভিনেত্রীর খোলাখুলি এগিয়ে এসে অভিযোগ তোলা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। নয়নার আশা, তাঁর এই সিদ্ধান্ত হয়তো অন্যদেরও সরব হওয়ার সাহস জোগাবে। নয়নার এই সাহসী স্বীকারোক্তি কি সত্যিই টলিপাড়ার গ্ল্যামারের আড়ালে চাপা পড়ে থাকা অপরাধগুলো সামনে নিয়ে আসতে পারবে?