বাংলার টেলিভিশনের দর্শকরা শুরুর থেকেই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-কে (Jagaddhatri) এতটাই ভালোবাসা দিয়েছেন যে, একটা সময়ের পর নানান আলোচনা-সমালোচনাও তৈরি হয়েছে। ছোটপর্দার এই গল্প ধীরে ধীরে এমনভাবে মিশে গেছে মানুষের রোজকার জীবনের সঙ্গে যে, চরিত্রগুলো অনেকের কাছে যেন নিজেরই বাড়ির মানুষ। বিশেষ করে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু চরিত্রের রসায়ন দর্শক মহলে বারবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
ধারাবাহিকের নায়িকা ‘অঙ্কিতা মল্লিক’ (Ankita Mallick) আর নায়ক ‘সৌম্যদীপ মুখোপাধ্যায়’কে (Soumyadeep Mukherjee) ঘিরে টেলিপাড়ায় একসময় নানান জল্পনাও শোনা গিয়েছিল। অঙ্কিতা ও সৌম্যদীপের অফস্ক্রিন সম্পর্ক নিয়েও অনেক ফিসফাস চলেছিল স্টুডিও পাড়ায়। বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে গড়িয়েছে— এমনটাই মনে করেছিলেন অনেকে। তবে গুজবের সেই দাবি দু’জনেই সরাসরি উড়িয়ে দেন। অঙ্কিতা বলেছিলেন, একসঙ্গে সময় কাটানোর কারণে সহকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই ভালো বন্ধুত্ব তৈরি হয়।
সকাল থেকে রাত পর্যন্ত একসঙ্গে কাজ করতে করতে সেই সম্পর্ক আরও মজবুত হয়। কিন্তু সেটাকে প্রেম হিসেবে দেখা মোটেই সঠিক নয়। একইভাবে সৌম্যদীপও জানিয়েছিলেন, এসব গুজব অকারণেই ছড়ানো হচ্ছে। তাঁর মতে, একই ধারাবাহিকে কাজ করতে করতে সহঅভিনেতা-অভিনেত্রীর মধ্যে বন্ধুত্ব হওয়া খুব স্বাভাবিক। তাই দু’জনের সম্পর্ক নিয়ে অযথা অনুমান করার কোনও মানে নেই। উল্লেখ্য, সৌম্যদীপের অভিনয়জীবনের শুরুও খুব সাধারণভাবে মডেলিং দিয়ে।
পরে ধারাবাহিক ‘ত্রিশূল’–এ কাজ করলেও, ‘জগদ্ধাত্রী’-তেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান। তবে সম্প্রতি আবারও শোনা যাচ্ছে নতুন প্রেমের গুঞ্জন। কিন্তু এবারে কেন্দ্রবিন্দুতে নেই অঙ্কিতা, তবে কার প্রেমে পড়লেন তিনি? স্টার জলসার ধারাবাহিক ‘গীতা এলএলবি’-এর হিয়া মুখোপাধ্যায়! শোনা যাচ্ছে, সৌম্যদীপ আর হিয়াকে একসঙ্গে একটি রেস্টুরেন্টে দেখা গিয়েছিল। তার পরপরই সৌম্যদীপের শেয়ার করা ছবিতে বন্ধুর করা মজার কমেন্টে হিয়ার হাসির প্রতিক্রিয়া আরও জল্পনা বাড়িয়ে দেয়।
আরও পড়ুনঃ স্বপ্নপূরণের পথে মুখোমুখি পারুল-মৌসুমী, ঘরের দ্বন্দ্ব গিয়ে পৌঁছল প্রতিযোগিতার মঞ্চে! শেষ পর্যন্ত জয় হবে করে? তবে কি রাগ-অভিমান মিটবে এবার?
বন্ধুটি লিখেছিল, “কোন দেবীর অপেক্ষায় আছে?” এরপর থেকেই টলিপাড়ার অনেকে তাই ধরে নিচ্ছেন, পুজোর আগেই নতুন প্রেমে পড়েছেন সৌম্যদীপ। যদিও এ নিয়ে অভিনেতার পক্ষ থেকে এখনও কিছুই খোলাখুলি জানানো হয়নি। তবে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে, পর্দায় জনপ্রিয় জুটি গড়ে তোলার পর বাস্তব জীবনে কি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সৌম্যদীপ? সেই উত্তর মিলবে সময়ের অপেক্ষায়।