জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

স্বপ্নপূরণের পথে মুখোমুখি পারুল-মৌসুমী, ঘরের দ্বন্দ্ব গিয়ে পৌঁছল প্রতিযোগিতার মঞ্চে! শেষ পর্যন্ত জয় হবে করে? তবে কি রাগ-অভিমান মিটবে এবার?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, রাকা আর মৌসুমী রায়ানের ঘর পরিষ্কার করছে। হঠাৎ মৌসুমী রায়ানের ছোটবেলার ছবি খুঁজে পেয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন। রাকা পরামর্শ দিয়ে থাকে যে, রায়ান ফিরল যেন আবার একবার কথা বলে তার সঙ্গে। বলতে না বলতেই পারুল-রায়ান উপস্থিত হয় সেখানে। নিজের ঘরে মকে দেখে রায়ান খুব বিরক্ত হয় আর চলে যেতে বলে তাকে।

মৌসুমী কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর পারুল রায়ানকে বোঝায় যে, মায়ের সঙ্গে যেন দুর্ব্যবহার না করে। নিজের উদাহরণ টেনে পারুল জানায়, এখনও নিজের মকে খুঁজে পায়নি। তাই অন্যকেউ যখন মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, সেটা ভালো লাগে না পারুলের। রায়ানকে মায়ের কাছে ক্ষমা চাইতে পারুল। এদিকে রাকাও জানায় যে তাদের মা গতরাত থেকে একটুও খাওয়ার মুখে তোলেনি। রায়ান মায়ের সঙ্গে দেখা করতে গেলে তিনি রায়ানকে জড়িয়ে ধরে ক্ষমা চান।

Zee Bangla serial Parineeta Today Episode Update 22 Sept

তিনি বলেন যে আগে এরকম করতেন না। কিন্তু পারুল বসু বাড়িতে আসার পর থেকেই একে একে সব মেয়েরা স্বাবলম্বী হতে শুরু করেছে। রায়ানের মা বলেন, বিয়ের আগে তারও অনেক প্রতিভা ছিল। কিন্তু শশুর মশাই সেই সব কোনদিনও পূর্ণ হতে দেয়নি বলেই তিনি এরম করেছেন। রায়ান বলে কথা দিতে যে, ভবিষ্যতে এমন তিনি করবেন না। এরপর রায়ান মাকে উৎসাহ যোগায় নিজের জন্য কিছু করার। আজকের দশভূজা প্রতিযোগিতায় নাম দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

রায়ানও কথা দেয় যে, লুকিয়ে হলেও মায়ের এই স্বপ্ন পূরণ করবে। এদিকে পারুলও ঠিক করেছে ওই প্রতিযোগিতায় নাম দিয়ে যদি টাকা পায়, তাহলে দক্ষিণ ভারতে গিয়ে মায়ের খোঁজ করবে। পারুল দেখতে যায় যে, মৌসুমীর মন ভালো হয়েছে কিনা রায়ানের সঙ্গে বলে। কিন্তু অকৃতজ্ঞ হয়ে মৌসুমী পারুলকেই উল্টে রাগ দেখাতে থাকেন। পারুলও স্পষ্ট করে জানিয়ে দেয় যে, এরপর যদি তার পেছনে রায়ানের মা লাগতে আসেন, তবে সে নিজেই জেলে পাঠানোর ক্ষমতা রাখে।

পরদিন প্রতিযোগিতার অডিশনে পারুল হঠাৎ লক্ষ্য করে রায়ানের সঙ্গে তার মাও এসেছেন। পারুল বুঝে যায় যে আবার একটা অশান্তি হতে চলেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে পারুল, যেন তার নাম না ডাকা হয়। কিন্তু শেষ রাউন্ডে পারুল এবং মৌসুমী কোয়ালিফাই করে। রায়ান দুজনকেই পরামর্শ দেয়, মনে যত রাগ আর দ্বন্দ্ব আছে যেন মিটিয়ে নেয় এই মঞ্চেই।

Piya Chanda