সম্প্রতি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-তে (Parineeta) একের পর এক নাটকীয় মোড়ে জমে উঠেছে গল্প। পরিবারের ভিতরের সম্পর্ক, আস্থা আর অপমানের দ্বন্দ্বে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। পারুল যখনই একটু মাথা তুলে দাঁড়াতে চায়, তখনই তাকে নানা অভিযোগে কোণঠাসা করার চেষ্টা চলে। কিন্তু সে নিজের অবস্থানে স্পষ্ট — পরিবারের বিরুদ্ধে নয়, সে শুধু সত্যের পক্ষে। অন্যদিকে রায়ান ক্রমশ কড়া হতে থাকে নিজের মায়ের ভুল সিদ্ধান্ত নিয়ে। সে বুঝিয়ে দেয়, সম্পর্ক যেমনই হোক না কেন, শ্রদ্ধা আর সততার জায়গা না থাকলে তা ভেঙে পড়তে বেশি সময় লাগে না।
পারুল ও রায়ানের সম্পর্কের নতুন শুরুর মধ্যেই সামনে আসে ‘আজকের দশভূজা’ নামের এক প্রতিযোগিতা। ইউনিভার্সিটির দুর্গাপুজোর আমেজের মধ্যে হঠাৎই ঘোষণা করা হয় এই বিশেষ ইভেন্টের, যেখানে বিবাহিত নারীদের জীবনের সংগ্রাম আর প্রতিভাকে সম্মান জানানো হবে। পুরস্কার এক লক্ষ টাকা — যা পারুলের কাছে শুধুই টাকার অঙ্ক নয়, বরং হারিয়ে যাওয়া মায়ের খোঁজ পাওয়ার চাবিকাঠিও। কিন্তু এই প্রতিযোগিতার মূল শর্তই হল, অংশগ্রহণকারীকে বিবাহিত হতে হবে।
আর সেখানেই তৈরি হয় জটিলতা, কারণ ইউনিভার্সিটিতে কেউ জানে না পারুলের বৈবাহিক পরিচয়। ইতিমধ্যেই পরবর্তী পর্ব নিয়ে নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে চ্যানেলের তরফ থেকে। আর সেখানেই দেখা যাচ্ছে, প্রতিযোগিতার শেষে ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয়েছে পারুল ও তার শাশুড়ি মৌসুমী। দু’জনেই জানে, এই প্রতিযোগিতার ফলাফল শুধু মঞ্চে নয়, তাদের ব্যক্তিগত সম্পর্কের দিক থেকেও অনেক কিছু ঠিক করে দেবে। রায়ানের মা তো মনে মনে খুব খুশি।
কারণ, পারুল হয়তো স্বামীর নাম বলতে পারবে না এবং সহজেই জিতে যাবে মৌসুমী। এমন সময় শিরীন সকলের সামনে জানিয়ে দেয়, পারুল নাকি বিবাহিতই নয়। বিচারকরা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন পারুলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার, ঠিক তখনই এসে হাজির রায়ান। রায়ান জানিয়ে দেয়, সে-ই পারুলের স্বামী! আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো প্রতিযোগিতার মোড় ঘুরে যায়। মৌসুমীর চোখে তখন হতবাক বিস্ময়! শিরীনের মাথায় আকাশ ভেঙে পড়েছে।
আরও পড়ুনঃ হিন্দোলের সঙ্গে এক গাড়িতে অপর্ণা, আর্যর চোখে সন্দেহের ছায়া! হিন্দোলের মায়ের শাসনে দমবন্ধ অবস্থায় অপর্ণা, তিন দিনের মধ্যেই হিন্দোলের সঙ্গে বিয়ে! এবার কোনটা বেছে নেবে সে, ভালোবাসা নাকি নতুন সংসার?
আর পারুলের চোখে সেই চিরচেনা নীরব আত্মবিশ্বাস। মঞ্চে উঠে রায়ান শক্ত করে পারুলের হাতটা ধরে পাশে দাঁড়ায়। জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহি ‘পরিণীতা’-র আসন্ন পর্বে তাই অপেক্ষা করছে এক দারুণ সব চমক। ‘স্ত্রী-এর স্বীকৃতি’ নামের এই বিশেষ পর্বগুলো সম্প্রচারিত হবে আগামী ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর, প্রতিদিন রাত ৮টায়। জানতে হলে চোখ রাখতেই হবে সে, শেষ পর্যন্ত কার স্বীকৃতি জিতবে সমাজের সামনে? কার স্বপ্ন সত্যি হবে? আর কে হয়ে উঠবে আজকের সত্যিকারের দশভূজা!