জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ধারাবাহিকের কাহিনিতে সমকামিতা, সায়কের চরিত্র বাছাই নিয়ে চড়ছে কটাক্ষের ঝড়! ‘আমি সিরাজের বেগম’-এর আশরাফী থেকে ‘তুই আমার হিরো’-র চরিত্র, বাস্তবের সঙ্গেই কি মিল রেখেই বারবার বিতর্কিত চরিত্র বেছে নেন অভিনেতা?

বাংলা টেলিভিশনের ধারাবাহিক নিয়ে বিতর্ক যেন নিত্যদিনের সঙ্গী। তবে সাম্প্রতিক সময়ে যে আলোচনা সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে তা হলো সমকামিতা নিয়ে নির্মিত গল্পে। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘তুই আমার হিরো’-তে (Tui Amar Hero) অভিনেতা ‘সায়ক চক্রবর্তী’র (Sayak Chakraborty) চরিত্রকে ঘিরেই এখন চর্চা তুঙ্গে। গল্পে দেখা যাচ্ছে, একটি মেয়েকে বিয়ে করার পরও তার প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছে অন্য এক ছেলের সঙ্গে। দর্শকদের একাংশের কাছে এটি সামাজিক বাস্তবতার সাহসী প্রতিফলন হলেও, অন্যদিকে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন।

তবে, সায়কের চরিত্র নির্বাচন নিয়েই বিশেষভাবে বাড়ছে বিতর্ক। কারণ, বেশ কিছু বছর আগে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক, যার মাধ্যমে অভিনেতা শন ব্যানার্জী এবং প্রয়াত অভিনেত্রী পল্লবী দে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছিল। সেই ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে তিনি তৃতীয় লিঙ্গের চরিত্র ‘আশরাফী’ হিসেবে অভিনয় করেছিলেন। তখনও দর্শকের মনে তার অভিনয় প্রশংসিত হলেও কটাক্ষের অভাব ছিল না। এখন আবার সেই সায়ককে এমন চরিত্রে দেখা যাচ্ছে যেখানে সমকামিতা মূল বিষয়।

তা নিয়ে তাঁর সমালোচকরা নতুন করে আঙুল তুলতে শুরু করেছেন। অনেকে বলছেন, বাস্তবে পুরুষালি ভাব কিছুটা কম থাকাতেই তিনি এমন চরিত্রে সহজে মানিয়ে যান। আর তাই ইচ্ছাকৃতভাবেই বারবার এমন চ্যালেঞ্জিং ভূমিকায় অভিনয় করেন। অভিনেতা হিসেবে সায়কের দক্ষতা নিয়ে সন্দেহ নেই, কিন্তু দর্শক মহলের একটা বড় অংশ মনে করছে তিনি যেন ইচ্ছে করেই বিতর্কিত চরিত্র বেছে নেন। এতে যেমন জনপ্রিয়তা বাড়ে, তেমনই ব্যক্তিগত জীবন নিয়েও টানা হয় প্রশ্ন।

সাধারণত কোনও শিল্পী নিজের ইমেজ নিয়ে সচেতন থাকেন, কিন্তু সায়ক যেন উল্টো পথেই হাঁটছেন। অনেকেই মনে করেন, তিনি যদি প্রচলিত ধারার চরিত্রে অভিনয় করতেন তবে দর্শকের সমালোচনা এতটা বাড়তো না। তবে সমালোচনার মধ্যেই রয়েছে অন্যরকম এক দৃষ্টিভঙ্গি। এক শ্রেণির দর্শক বলছেন, টেলিভিশনে এখনও এমন অনেক বিষয় এড়িয়ে চলা হয় যা সমাজে সত্যিই বিদ্যমান। সেই জায়গায় সায়কের চরিত্রগুলো অন্তত আলোচনার দরজা খুলে দেয়।

যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে, অভিনয় জগতের কেরিয়ার গড়ার জন্য বারবার বিতর্ককে সঙ্গী করা কি আদৌ বুদ্ধিমানের কাজ? দিনের শেষে, দর্শক বিভক্ত। কেউ বলছেন সাহসী পদক্ষেপ, আবার কেউ বলছেন, “নিজেকে আলোচনায় রাখতেই এমন চরিত্র বেছে নেন সায়ক।” কিন্তু অস্বীকার করার উপায় নেই, এই বিতর্কই এখন তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তাই হয়তো সমালোচনা সায়কের জন্য যতই তীব্র হোক, টলিপাড়ায় তার নাম কিন্তু ক্রমশ আরও জোরালোভাবে শোনা যাচ্ছে।

Piya Chanda