জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভাঙনের মুখে দাঁড়িয়ে জোড়া লাগার গল্প! সুদীপের জন্মদিনে মান-অভিমান, বিচ্ছেদকে বুড়ো আঙুল দেখিয়ে আবার‌ও এক হ‌ওয়ার বার্তা দিলেন পৃথা

টলিপাড়ার একাধিক সম্পর্কই ভাঙতে শুরু করেছে বছরের শুরু থেকে। সেখানে একটি সম্পর্ক বছরের শুরুতেই ভাঙার কথা শোনা গেলেও, বছরের শেষের দিকে এসে নাকি জোড়া লাগছে সেই সম্পর্ক! কথা হচ্ছে ‘পৃথা চক্রবর্তী’ (Preetha Chakraborty) এবং ‘সুদীপ মুখোপাধ্যায়’-এর (Sudip Mukherjee) সম্পর্ক নিয়ে। দীর্ঘদিন ধরেই নানা জল্পনা ঘুরছে তাঁদের চারপাশে। মাঝেমধ্যেই তাঁদের দূরত্ব, মান-অভিমান কিংবা সহবাস না করার খবর উঠে এসেছে সামনে।

তবে এতকিছুর মধ্যেও একে অপরের জীবনের বিশেষ মুহূর্তে তাঁরা একসঙ্গেই থাকেন, এটাই আবার নতুন করে প্রশ্ন তুলছে— সম্পর্কটা তাহলে কি শেষ হয়নি? নাকি কিছুটা হলেও সম্পর্কের জট খুলছে ধীরে ধীরে? সুদীপের জন্মদিনে পৃথার ভাগ করে নেওয়া একটি পারিবারিক ছবি এই প্রশ্নগুলিকে আরও জোরালো করে তুলেছে। ছবিতে দেখা যাচ্ছে, দুই সন্তানকে পাশে নিয়ে বসে আছেন সুদীপ, আর ক্যাপশনে পৃথা লিখেছেন এক অন্তরঙ্গ বার্তা।

কোনও তিক্ততা নয়, বরং ভালবাসার ছোঁয়া স্পষ্ট ছিল লেখায়। সেখানে পৃথা লেখেন, “পৃথিবীর শ্রেষ্ঠ জন্মদিনের শুভেচ্ছা! ধন্যবাদ আমাদের এত ভালবাসার জন্য।” এমন উষ্ণ শুভেচ্ছা দেখে অনেকেই ধরে নিচ্ছেন, হয়তো আগের মতো না হলেও একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাঁরা ধরে রাখছেন। যদিও বাস্তবটা ঠিক এতটা সোজা নয়। অনেক আগেই পৃথা জানিয়েছিলেন তাঁদের দাম্পত্যে সমস্যা চলছে এবং দু’জনে আলাদা থাকছেন।

পৃথা রয়েছেন দুই ছেলেকে নিয়ে অন্য একটি বাড়িতে, আর সুদীপ থাকেন অন্য ঠিকানায়। কিন্তু সন্তানদের জন্মদিন হোক কিংবা ছবির কোনও বিশেষ প্রদর্শনী, এমন নানা সময়ে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তাই দূরত্ব থাকা সত্ত্বেও সম্পর্কের একধরনের যে ভারসাম্য তাঁরা বজায় রাখছেন, যেটা সচেতন সিদ্ধান্তও হতে পারে। তবে, এই ঘটনাগুলোর পেছনে একটা বিষয় স্পষ্ট— শুধুমাত্র দাম্পত্য সম্পর্ক নয়, বাবা-মা হিসেবে দায়িত্ব তাঁরা সমানভাবে নিচ্ছেন। হয়তো এক ছাদের নিচে থাকছেন না।

তবে সন্তানদের জন্য এই বন্ধন তাঁরা ছিন্ন করেননি পুরোপুরি। বর্তমান যুগে অনেক সম্পর্কই এমন ভাবে এগোয়, যেখানে একসঙ্গে না থেকেও সম্মানের জায়গাটা অটুট থাকে। কিন্তু ভবিষ্যতে তাঁরা একসঙ্গে ঘর করবেন কি না, সেই উত্তর এখনই বলা সম্ভব নয়। সময়ই বলবে কোনদিকে মোড় নেবে তাঁদের সম্পর্ক। তবে সুদীপের জন্মদিনে পৃথার ওই ছবি ও বার্তা অন্তত এটুকু জানান দিয়েছে যে সম্পর্ক যতই জটিল হোক, কিছু অনুভব হয়তো এখনও বেঁচে আছে, যেগুলোকে একেবারে অস্বীকার করা যায় না।

Piya Chanda