জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রাসমণি’তে রামকৃষ্ণ রূপে আজ‌ও দর্শকের মনে রয়েছেন তিনি! আবার রামকৃষ্ণদেব রূপে পর্দায় ফিরছেন সৌরভ সাহা! গুঞ্জন টলিপাড়ায়

এক সময় ‘রানি রাসমণি’ ধারাবাহিকে ‘ছোট ঠাকুর’ অর্থাৎ রামকৃষ্ণদেবের চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেতা সৌরভ সাহা। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ সময়। কিন্তু ফের একবার সেই চেনা চরিত্রে ফিরছেন তিনি এমনটাই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রি সূত্রে।

গল্পটা এবার একটু অন্যরকম। ছোটপর্দা নয়, সৌরভকে এবার দেখা যেতে পারে হইচই-এর নতুন ওয়েব সিরিজ় ‘রামকৃষ্ণ’-এ। পরিচালনায় রয়েছেন সৃজিৎ রায়। কালীপুজোর পর থেকেই শুটিং শুরু হতে পারে বলেই খবর। যদিও সৌরভ বা নির্মাতাদের তরফ থেকে এখনই কিছু বলা হয়নি। এক বেসরকারি সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হলেও সৌরভ মুখে কুলুপ এঁটেছেন। কারণ, হয়তো এখনই কিছু বলার অনুমতি নেই।

ব্যক্তিগত ঝড় সামলে নতুন ইনিংস?

শোনা যাচ্ছে, ব্যক্তিগত জীবনে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন অভিনেতা। সেই কারণেই দীর্ঘ বিরতি। তবে এখন সব ঝেড়ে ফেলে নতুন উদ্যমে তিনি আবার কাজ শুরু করছেন। নিজেকে নতুন করে প্রস্তুত করছেন বলেও খবর।

এক চরিত্রে বার বার? একঘেয়ে লাগে না?

এর আগেও সৌরভকে জিজ্ঞেস করা হয়েছিল—বার বার রামকৃষ্ণদেবের চরিত্রে অভিনয় করতে একঘেয়েমি লাগে না? উত্তরে তিনি জানিয়েছিলেন, “আমি শুধু আধ্যাত্মিক বা ঐতিহাসিক চরিত্রে অভিনয় করি না। অন্য চরিত্রেও কাজ করেছি, এমনকি রিয়্যালিটি শোতেও অংশ নিয়েছি।” তবে একই চরিত্রে বারবার অভিনয় করার সুযোগকে সৌভাগ্য হিসেবেই দেখেন তিনি।

সত্যিই কি এবারেও ‘রামকৃষ্ণ’ হিসেবে দর্শকদের সামনে আসছেন সৌরভ সাহা? উত্তর সময়ই দেবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page