জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

একের পর এক সিনেমায় কামাল ছোট্ট অনুমেঘার! ‘প্রজাপতি ২’ থেকে ‘স্বার্থপর’ একের পর এক প্রোজেক্টে দেখা মিলবে মিঠাইয়ের ছোট্ট মেয়ের! মহাখুশি দর্শকরা

বিনোদনের দুনিয়ায় শিশুশিল্পীদের উপস্থিতি বরাবরই আলাদা মাত্রা এনে দেয়। ছোট চরিত্রই মাঝে মাঝে দর্শকের মনে এমন ছাপ ফেলে, যা বড় তারকাদের অভিনয়ের সঙ্গেও পাল্লা দেয়। দর্শকের আবেগকে ছুঁয়ে যাওয়া এসব অভিনয়ই শিশু শিল্পীদের আলাদা জায়গা তৈরি করে দেয় সাধারণের হৃদয়ে।

সময়ের সঙ্গে সঙ্গে কিছু চরিত্র এমন হয়, যাদের একবার দেখলেই দর্শক তাদের আবার নতুন চরিত্রে দেখার অপেক্ষায় থাকে। এমনই একজন প্রতিভাবান মুখ অনুমেঘা কাহালি। যার অভিনয় ইতিমধ্যে বাংলা বিনোদন জগতে দর্শকদের পছন্দের তালিকার মধ্যে রয়েছে।

দেব,Dev, মিঠুন চক্রবর্তী, Mithun Chakraborty, tollywood, বিনোদন

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক মিঠাই-এর দর্শকরা নিশ্চয়ই মনে রেখেছেন তাকে। ছোট্ট অথচ প্রাণবন্ত চরিত্রে অভিনয় করে সে অল্প সময়েই দর্শকের মন জয় করে নিয়েছিল। পর্দায় তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহজ-সরল অভিনয় এখনও ভোলেননি অনেকেই। ছোটবেলাতেই অভিনয়ের মাধ্যমে সবার প্রিয় হয়ে ওঠে অনুমেঘা।

এবার অবশ্য তার যাত্রা আরও বড় পরিসরে। ছোটপর্দা পেরিয়ে অনুমেঘা এখন বড়পর্দার দুনিয়ায় নিজের জায়গা তৈরি করছে। একের পর এক ছবিতে কাজ করতেচলেছে এই ক্ষুদে প্রতিভা। জানা যাচ্ছে, আগামী দিনে তাকে দেখা যাবে ‘স্বার্থপর’ নামের একটি ছবিতে। এই সিনেমাতে রয়েছেন কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক।

এছাড়াও অনুমেঘা বহুল চর্চিত প্রজাপতি ২-তেও অভিনয় করতে চলেছে সে। বর্তমানে টলিউড সুপার স্টার দেব রয়েছে এই সিনেমাটিতে। অল্প বয়সেই বড় মাপের ছবিতে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই বিরল ঘটনা। অনুমেঘার প্রতিভা এবং পরিশ্রমই তাকে এই জায়গায় নিয়ে এসেছে। দর্শকদের মনে ইতিমধ্যেই যে আসন সে তৈরি করেছে, তাতে নতুন ছবিগুলি মুক্তি পেলে আরও জনপ্রিয় হয়ে উঠবে বলেই আশা করা যায়।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।