জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, আর্য আবার বিয়ের মণ্ডপেই ফিরিয়ে আনে অপর্ণাকে। এদিকে সতীনাথ আর সুমিও এসে উপস্থিত হয়। সুমি ভাবে আর্য এটা কেন করছে। যেখানে অপর্ণাকে নিয়ে সুখে সংসার করতে পারত, সেখানে আবার অনিশ্চিত ভবিষ্যতের দিকেই ঠেলে দিচ্ছে আর্য।
তখনই তারা শুনতে পায়, আর্য অপর্ণাকে বলছে যে অভিভাবকদের কথা অমান্য করে বা তাদের ইচ্ছেকে অসম্মান করে কখনওই সুখী থাকা যায় না। আর্য এটা করতে রাজীও নয়, স্পষ্ট করে জানিয়ে দেয় অপর্ণাকে। কি হচ্ছে কিঙ্কর বুঝতে পারে না, এরপর অপর্ণা ফিরে যায় বিয়ের মণ্ডপে। হঠাৎ উদ্বিগ্ন হয়ে হিন্দোলের মা ছুটে আসে অপর্ণার খোঁজে।

তিনি এসে সবাইকে প্রশ্ন করতে থাকেন অপর্ণা কোথায়। সবাই জানায় যে ঘরে তৈরি হচ্ছে বিয়ের জন্য, কিন্তু তিনি সেটা মানতে চাননা। সতীনাথকে উল্টে বলেন যে, তিনি খবর পেয়েছেন অপর্ণা বিয়ে ছেড়ে চলে গেছে। অপর্ণা নিজে এসেই তারপর নিজের উপস্থিতির প্রমাণ দেয়। এদিকে আর্য ভেঙে পড়েছে খুব, হঠাৎ করেই অপর্ণার পায়ের নূপুর খুঁজে পায় সে।
সেটা ফেরৎ দিয়েই অপর্ণার কাছে ছুটে যায় সে। নিজের হাতে অপর্ণাকে তৈরি করে আর্য বিয়ের জন্য। লুকিয়ে লুকিয়ে সবটা দেখে সুমি অনুশোচনায় ভুগতে থাকেন। অন্যদিকে মানসী খুব জোড় করতে থাকে রাজলক্ষ্মীকে বিয়েতে যাওয়ার জন্য। মানসী বলে, শেষ পর্যন্ত হয়তো বিয়েটা থামানো যেতে পারে। রাজলক্ষ্মী জানায় যে সব আশা শেষ।
আরও পড়ুনঃ “আমি তো কবীর সিং-এর মতোই… সিনেমায় যা দেখিয়েছে ওই সব আমি আগেই করেছি ওর সঙ্গে!” নিজের বউ তনয়ার জীবনে ‘রিয়েল লাইফ কবীর সিং’ সোহম চক্রবর্তী!
তিনি নিজের চোখে অপর্ণাকে অন্য কারোর হতে দেখতে পারবেন না। ওদিকে বিয়ে করতে হাজির হয় হিন্দোল। বরণ করতে করতে সুমি কিছুতেই মেনে নিতে পারে না মেয়ের এই পরিণতি। তারা সুন্দরী মায়ের মুখোমুখি হয়ে আর্য বলে অপর্ণা ঠিক ফিরে আসবে সে জানে। অন্যদিকে আর্য-অপর্ণার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও চালিয়ে সুমি বলে, এরম মেয়ের সঙ্গে হিন্দোলের বিয়ে করা উচিৎ না।