জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

উত্তরবঙ্গে মৃ’ত্যু মিছিলের মাঝেই রেড রোডে উল্লাসে সৌমিতৃষা কুণ্ডু! “পিসির চটি চাটা মাল কোথাকার”, “একটা সিরিয়াল আর একটা সিনেমায় একটু মুখে দেখিয়েই অহংকারের চোটে মাটিতে পা পড়ছে না” সোশ্যাল মিডিয়ায় ক’টাক্ষবিদ্ধ সৌমিতৃষা

গতকাল অর্থাৎ ৫ অক্টোবর, রেড রোডে এবারের দুর্গাপুজোর সমাপ্তি উপলক্ষে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের আয়োজিত জাঁকজমকপূর্ণ কার্নিভাল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রীবর্গ, টলিউডের তারকা থেকে শুরু করে ছোটপর্দার জনপ্রিয় মুখ—সবার উপস্থিতিতে রেড রোডে যেন এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। রঙিন শোভাযাত্রা, আলোকসজ্জা আর সঙ্গীতের মেলবন্ধনে কলকাতার পুজোর আবহ যেন আরও একবার ফিরে এল।

কিন্তু অন্যদিকে, রাজ্যের উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই ভিন্ন। সেখানকার বেশ কয়েকটি জায়গায় বন্যা ও ভূমিধসের ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, মৃত্যুও ঘটেছে একাধিক। জলবন্দি মানুষের কান্না ও অসহায় চিত্র যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তখন শহর কলকাতার ঝলমলে কার্নিভাল দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন—এমন বিপদের দিনে এত আনন্দ কি মানায়?

এই প্রেক্ষিতেই বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। রেড রোডের কার্নিভালে সাদা ব্লাউজ ও স্কাই-ব্লু শাড়িতে হাতে ডান্ডিয়া নিয়ে নাচের মেজাজে ধরা দিয়েছিলেন তিনি। তার এই সাজ ও আনন্দঘন মুহূর্তের ছবি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র ট্রোল।

নেটিজেনদের একাংশ কটাক্ষ করে লিখেছেন, “থাকতিস তো মধ্যমগ্রামের বাঁশবাগানের পাড়াতে, এখন দু-একটা অভিনয় করে ভাব দেখাচ্ছিস, যেন কী করে ফেলেছিস!” আবার কেউ কেউ ব্যক্তিগত আক্রমণ করে লিখেছেন, “ছোটবেলা থেকেই তোদের চিনে আসছি, যেমন মা তেমন মেয়ে, একদম লজ্জা নেই!”

আরও অনেকে মন্তব্য করেছেন, “উত্তরবঙ্গে মানুষ মরছে, অথচ কলকাতায় কার্নিভালের আনন্দে মেতে আছে রাজ্য আর তারকারা। এদের লজ্জা বলে কিছু নেই, সবই পিসির চটি চাটা মাল”। এভাবেই উৎসবের আনন্দের মাঝেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

Piya Chanda