জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রুক্মিণীকে না জানিয়ে গোপালের বিয়ে হচ্ছে! পারুল দায়িত্ব নিল রুক্মিণীর কাছে সব সত্যি পৌঁছানোর! বিয়ে রুখতে লন্ডনে যাত্রার প্রস্তুতি তাঁর! রুক্মিণী কি ফিরে আসবে? রুক্মিণীকে ভুলে কি নতুন জীবন শুরু করবে গোপাল?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, বিসর্জন নিয়ে দাদুর সঙ্গে পারুল রায়ানের মতবিরোধ হওয়ার পর, দাদু রেগে নিজের ঘরে চলে যান। কারোর প্রণাম নেবেন না আর বাড়ির কোনও ব্যাপারে থাকবেন না ঠিক করেন তিনি। মনে মনে পারুলের অনুশোচনা হয় যে, দাদুকে এরম করে বলা উচিৎ হয়নি। বাড়ির সবাই অপরাধবোধে ভুগতে থাকে।

পিসিমণি বিজয়ার দিন সবার মুখ কালো করে থাকতে দেখে বলেন, তাদের চোখে পারুল আর রায়ান দু’জনেই বিজয়ী। দাদুর এতো বছরের নিয়ম হয়তো সহজেই ভাঙা যাবে না, কিন্তু ফাঁক বের করে ঠিকই এমন মজা করা যাবে। তারপর দুজনে হাতে পুরষ্কার তুলে দেন তিনি। একান্তে রায়ানকে পারুল একটু সাহায্য করতে বলে, দক্ষিণ ভারতে গিয়ে মাকে খুঁজবে বলে।

অন্যদিকে গোপালের মন খারাপ রুক্মিণীর তরফ থেকে বিজয়ার শুভেচ্ছা না পেয়ে। বিদেশে বসে রুক্মিণীও গোপালের জন্য দুঃখ করতে থাকে। পরদিন সকালে গোপাল স্কুলে যাওয়ার আগে তার মা খেয়ে ডাকেন। গোপাল দেখে পঞ্চ-ব্যঞ্জন সাজিয়ে তাকে খেতে দিয়েছেন তিনি। গোপাল কিছুই বুঝতে পারে না, এদিকে গোপালে কাকি আবার আশীর্বাদের থালা নিয়ে হাজির।

গোপাল জিজ্ঞেস করতেই তারা বলে, পরশু গোপালের আবার বিয়ে হবে বিডিও ম্যাডাম অভিনন্দার সঙ্গে। গোপাল কিছুতেই মানতে পারে না, কারণ রুক্মিণী ছাড়া তাঁর মনে আর কেউ নেই। মকে সে বিয়ে করতে পারবে না জানিয়ে দেয়। সেই সঙ্গে গোপাল বলে, রুক্মিণী বিদেশে গেছে চাকরি করতে। কাল যদি গোপালও যায়, তবে কি তাঁর বউয়ের সঙ্গে অন্য কারোর বিয়ে দিয়ে দেবে তারা!

গোপালের কথার উত্তরে তার মা ডিভোর্স এর কাগজ দেখান, যেখানে রুক্মিণী সই করে চলে গেছে। গোপাল ভেঙে পড়ে এই বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পারে। মা দিব্যি দেন, গোপালও যেন সইটা করে বিয়েতে রাজি হয়ে যায় আর রুক্মিণীর বাড়িতে যেন কোনও খবর না যায়। লুকিয়ে সবটা দেখে রানু, পারুলকে ফোন করে খবর দেয়।

ওদিকে ভাদু আবার টগরকে ফোন করে দাদার বিয়ের নিমন্ত্রণ করে। টগরকে সবাই জিজ্ঞেস করতেই, সে বলে দেয় রুক্মিণী আর গোপালের ডিভোর্স হয়ে গেছে তাই গোপালের আবার বিয়ে হচ্ছে। বসু বাড়ির মেয়ে হয়ে দাদুর ঠিক করে যাওয়া পাত্রকে প্রত্যাখ্যান করায়, রুক্মিণীর উপর দাদু খুব রেগে যান। পারুল কথা দেয় সে লন্ডনে গিয়ে রুক্মিণী সমস্ত কিছু জানাবে, আর গোপালের বিয়েটাও আটকাবে।

Piya Chanda