জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“মা হওয়ার পর মেয়েদের ধৈর্য্যশক্তি অনেকগুণ বেড়ে যায়, আপনি প্রকৃত উদাহরণ, সত্যিই এক অনুপ্রেরণা!” “ঈশ্বরের কাছে প্রার্থনা, এইভাবেই পরিবারকে আগলে রাখুন!”— ক্লান্ত শরীরে দু’হাতে আগলে রেখেছেন সন্তানদের, শুভশ্রীর ছবি শেয়ার করলেন রাজ, মুহূর্তেই মন ছুঁয়ে গেল হাজারো মানুষের!

টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Shubhashree Ganguly) জীবনের স্ত্রী এবং অভিনেত্রীর বাইরেও এখন সবচেয়ে বড় পরিচয়- একজন ‘মা’! কাজের ব্যস্ততা, পর্দার আলো, ক্যামেরার ফ্ল্যাশের মাঝেও তিনি যেভাবে নিজের সন্তানদের সঙ্গে সময় কাটান, তাদের আগলে রাখেন, তা নিঃসন্দেহে অনুপ্রেরণার। সম্প্রতি একটি ছবিতে ধরা পড়েছে সেই নিঃশর্ত ভালোবাসার দৃশ্য। বিমানে বসে, ক্লান্ত শরীরেও দুই সন্তান ইউভান (Yuvaan) এবং ইয়ালিনিকে (Yaalini) দুই হাতে জড়িয়ে রেখেছেন শুভশ্রী।

মায়ের কোলে যে নিরাপত্তা আর শান্তি লুকিয়ে থাকে, সেই মুহূর্তটাই যেন ক্যামেরায় ধরা পড়েছে। রাজ চক্রবর্তী নিজে ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন, ক্যাপশনে একটাই শব্দ লিখেছেন—”মা”। আর এই ‘মা’ শব্দটার ওজন শুভশ্রীর জীবনে কতটা গভীর, তা তাঁর প্রতিটি কাজে স্পষ্ট। ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছে ছিল একজন দায়িত্বশীল মা হওয়ার। সেই ইচ্ছেকে বাস্তবে রূপ দিতে গিয়ে তিনি কোনও আপস করেননি নিজের পরিচয়ের সঙ্গে, আবার ছাড়ও দেননি মাতৃত্বের দিকটা।

দুই সন্তানকে শিক্ষা দেওয়া, সমান ভালোবাসা দেওয়া, এবং তাদের কাছে একজন ‘মা’ হয়ে ওঠার যে পরিপূর্ণতা, সেটা তিনি অত্যন্ত যত্নের সঙ্গে পালন করছেন। মা হওয়ার পর তাঁর ধৈর্য্য আর মানসিক দৃঢ়তা যেভাবে বেড়েছে, তা চোখে পড়ার মতো বলেন সহকর্মীরা। সন্তানকে ছোট থেকেই তিনি চান মাটির কাছাকাছি রাখতে। সেই জন্য পারিবারিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিকতাও শেখাচ্ছেন এই বয়স থেকেই। প্রসঙ্গত, রাজ-শুভশ্রীর জীবনে ধর্মীয় মূল্যবোধের একটা আলাদা জায়গা আছে।

আর সেটার প্রমাণ মিলেছে বহুবার। জগন্নাথ পুজো থেকে হরিনাম সংকীর্তন, সবই হয় তাঁদের বাড়িতে। ছোট্ট শিশু দুটিও আনন্দ করে সেখানে। কাজের ব্যস্ততা থাকলেও, পারিবারিক আচার-অনুষ্ঠান তাঁরা নিয়ম করে পালন করেন। আর সেই আচার-অনুষ্ঠানের কেন্দ্রে এখন সন্তানরা। সম্প্রতি তাঁরা সন্তানদের সঙ্গে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। এভাবেই হয়তো সন্তানদের মনে শিকড় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন শুভশ্রী ও রাজ, শহুরে জীবনের ভিড়ের মধ্যেও।

নেটিজেনদের প্রতিক্রিয়াও দেখলেই স্পষ্ট, মানুষ এই সম্পর্কের আন্তরিকতায় কতটা বিশ্বাস রাখেন। অনেকেই শুভশ্রীর মাতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “মা হওয়ার পর মেয়েদের ভেতর যে একটা নতুন শক্তি জেগে ওঠে, শুভশ্রী তার প্রকৃত উদাহরণ।” আরেকজনের কথায়, “আপনি সত্যিই অনুপ্রেরণা।” এই মন্তব্যগুলো শুধু অভিনেত্রীর জন্য নয়, একজন মায়ের প্রতি সামাজিক স্বীকৃতিও বটে। কারণ অভিনয়ের বাইরেও যে শুভশ্রী একজন পরিপূর্ণ মা, সেটা অনেকেই অনুভব করেন।

Piya Chanda