ছোটপর্দার ধারাবাহিক ‘মিঠাই’ দিয়ে দর্শকের মনে নিজের পরিচয় গড়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। ধারাবাহিকের জনপ্রিয়তা তাকে নিয়ে গেছে বড়পর্দায়। দেবের বিপরীতে ‘প্রধান’ সিনেমায় অভিনয় করে বড়পর্দায় অভিষেক ঘটেছিল অভিনেত্রীর। তবে এরপর দীর্ঘ সময় কোনো বড় পর্দার প্রজেক্টে তাকে দেখা যায়নি।
দীর্ঘদিন অসুস্থতার কারণে কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন সৌমিতৃষা। নিজে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এই সময়টা নিজের স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করার জন্য প্রয়োজন ছিল। তবে এবার সেই সময় পেছনে ফেলে তিনি ফিরছেন দর্শকের সামনে, এবার অন্য রকম এক চমক নিয়ে।
গত বছর ‘কালরাত্রি’ ওয়েব সিরিজের মাধ্যমে ক্যামেরার সামনে ফিরে এসেছিলেন তিনি। সিরিজটি অসম্পূর্ণ থেকে গিয়েছিল, যা নিয়ে দর্শকদের মধ্যে অপেক্ষা তৈরি হয়েছিল। বিশেষ করে নববধূ দেবীর জীবন ও শ্বশুর বাড়িতে ঘটে যাওয়া রহস্যের গল্পটি দর্শকদের কৌতূহলকে আরো বাড়িয়ে দিয়েছিল।
এবার সৌমিতৃষা নিজে সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, আজ অর্থাৎ ১১ অক্টোবর থেকে ‘কালরাত্রি ২’ ওয়েব সিরিজের শুটিং শুরু হচ্ছে, এবং তিনি দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছেন তাদের ভালবাসার জন্যই আবার কালরাত্রি’র দ্বিতীয় পর্ব আসছে। হইচই-এর প্ল্যাটফর্মে শীঘ্রই এই দ্বিতীয় পর্ব দেখা যাবে। এবার সেই সব না বলা গল্পের রহস্য ফাঁস হবে এবং দেবী যে বিপদের মুখোমুখি হয়েছিল তা উন্মোচিত হবে।
আরও পড়ুনঃ ‘প্রতিভা দিয়ে কিছু হয় না, তেল মারতে না জানলে এই ইন্ডাস্ট্রিতে কাজ জোটে না!’ কেন ইন্ডাস্ট্রিতে ডাক পান না সাগ্নিক চ্যাটার্জি? অকপট অভিনেতা
প্রত্যাশিত এই সিরিজের মাধ্যমে সৌমিতৃষা ফের দর্শকের মন জয় করতে আসছেন। তার অভিনয়, নতুন চমক এবং রহস্যময় গল্প মিলিয়ে এই ওয়েব সিরিজটি দর্শকের জন্য এক আকর্ষণীয় সফর হবে। অনুরাগীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে আসবে ‘কালরাত্রি ২’।