টলিউডে নতুন ধারাবাহিক কিংবা সিনেমা দেখে নেটিজেনরা বরাবরই কৌতূহল দেখান অভিনেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে। তারই মধ্যে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা সাগ্নিক চ্যাটার্জি (Sagnik Chatterjee)। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পর থেকে দীর্ঘদিন তাকে বড় কোনো ধারাবাহিকে দেখা যায়নি। নেটিজেনরা শোনা যাচ্ছে, কেন সাগ্নিক আজকাল পর্দায় কম দেখাচ্ছেন, সেই প্রশ্নে কৌতূহল প্রকাশ করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাগ্নিক চ্যাটার্জি জানিয়েছেন, কাজের পরিমাণ কমে যাওয়ার পেছনে একটা বড় কারণ আছে। তিনি বলেন, “আমি একবার একজন ডিরেক্টরের কাছে জানতে চেয়েছিলাম, ‘স্যার, আমি কাজ পাচ্ছি না কেন? আমাকে ডাকছেন না কেন?’ তখন তিনি আমাকে বললেন, ‘তোমার সমস্যা হচ্ছে তুমি অফিসে আসো না, আমাদের সঙ্গে সময় কাটাও না, আড্ডা দাও না।’”
সাগ্নিক জানিয়েছেন, “আমি তখন বলেছিলাম, এসব করলে আমার পরিবার কি করে চলবে? আমার রোজগার আটকে থাকবে। তখন তিনি আমাকে পরামর্শ দিলেন, ‘যাও সিরিয়ালে অভিনয় করো।’ এই কথাটি শুনে আমি বুঝতে পারলাম, শুধুমাত্র ভালো অভিনয় জানা যথেষ্ট নয়, পেশাগত জীবনেও ঠিকভাবে সম্পর্ক গড়ে তোলা জরুরি।”
সাগ্নিক বলেন, “আমি এখনকার নতুন প্রজন্মের বাচ্চাদের বলি, অভিনেতা-অভিনেত্রী হতে গেলে শুধু অভিনয় জানা যথেষ্ট নয়। ভালো পিআর থাকতে হবে। যেমন শাহরুখ খানকে আমরা দেখি—তিনি শুধু অভিনয় করেননি, তার পিআরও অসাধারণ।”
আরও পড়ুনঃ “রাস্তা অন্ধকার, নিরাপত্তাও নেই, শুধু ম’দের গন্ধ!” রাস্তার বাতি নষ্ট, ম’দ্যপদের দৌরাত্ম্যে তটস্থ বাসিন্দারা! অভিনেতার পাড়ায় চরম বিশৃঙ্খলা, নির্বিকার প্রশাসন!সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়!
সাগ্নিক চ্যাটার্জির অভিজ্ঞতা থেকে বোঝা যায়, টলিউডের জগতে শুধু প্রতিভা থাকলেই চলবে না। সময়ের সঙ্গে খাপ খাইয়ে সম্পর্ক গড়ে তোলা, পিআর, এবং সঠিকভাবে নিজের অবস্থান তৈরি করাই বড় চাবিকাঠি। তার কথায় নতুনদের জন্য বড় শিক্ষা—“শুধু অভিনয় জানলেই হবে না, পেশাদারী জীবনেও থাকতে হবে চমৎকার কৌশল।”