টেলিভিশনের জনপ্রিয় মুখরা শুধু অভিনয়েই নয়, সমাজ মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের নানা ঝলকও ভাগ করে নেন দর্শকদের সঙ্গে। কখনও ফ্যাশন ভিডিও, কখনও রান্নার রিল—সবকিছুই মুহূর্তে ভাইরাল হয়। তবে, এই ভাইরালই অনেক সময় তারকাদের ট্রোলের মুখে ফেলে দেয় তাদের।
‘ জরোয়ার ঝুমকো’ থেকে ‘কোন গোপনে মন ভেসেছে’—একাধিক ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন শ্বেতা ভট্টাচার্য। সম্প্রতি তার ধারাবাহিকটি শেষ হয়েছে, এখন বিশ্রামে নায়িকা। কিন্তু কিছুদিন আগেই শোনা গিয়েছিল, আদৃত রায়ের সঙ্গে আবার নতুন প্রোজেক্টে ফিরবেন তিনি।
এই বিশ্রামের ফাঁকেই শ্বেতা সম্প্রতি তার সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি রান্নার ভিডিও পোস্ট করেন। রান্নার নাম—লাউ পাতা চিংড়ি! কিন্তু মজার বিষয়, ভিডিওটিতে লাউ পাতার রং সবুজ নয়, একেবারে কালো! আর সেখান থেকেই শুরু হয় নেটিজেনদের হাসি-ঠাট্টা এবং ট্রোলের বন্যা।
ভিডিওর নিচে একের পর এক মন্তব্য—“তুমি তো এত সুন্দর, ফিল্টার দেওয়ার কি দরকার?” আবার কেউ লিখেছেন, “ওটা লাউ পাতা ছিলো? আমি তো ভাবলাম জঙ্গলের পাতা!” কেউ আবার পরামর্শ দিয়েছেন, “পরের বার থেকে দয়া করে ফিল্টার ছাড়া ভিডিও করুন।”
আরও পড়ুনঃ লন্ডনে বিপাকে পারুল, দেশে গোপালের বিয়ের প্রস্তুতি ঘিরে বাড়ছে উত্তেজনা! স্বামীর দ্বিতীয় বিয়ের আগে রুক্মিণী কি ফিরতে পারবে? ‘পরিণীতা’য় পারুলের বিদেশ যাত্রা কি সফল হবে?
শেষমেশ শ্বেতা নিজেই আরেকটি ভিডিও দিয়ে সব পরিষ্কার করেছেন। জানিয়েছেন, “লাউ পাতার রং সবুজই ছিল, ফিল্টারের কারণেই এমন কালো দেখাচ্ছিল।” পাশাপাশি রান্নার প্রতিটি ধাপও বলেছেন তিনি। ট্রোলের মাঝেও অভিনেত্রীর হাসিখুশি মেজাজেই বোঝা যায়—নেটদুনিয়ার ঠাট্টা তিনি বেশ খেলোভাবে নিতে জানেন।