জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মাধবপুরের পথে সত্যের খোঁজে অপর্ণা! সঙ্গে ছদ্মবেশে আর্য, তাড়া করছে মৃ’ত্যু! অপর্ণা-আর্যর গাড়ি দুর্ঘ’টনায় পাল্টে গেল ভাগ্যের খেলা! কিঙ্করের ষড়’যন্ত্রে ‘চিরদিনই তুমি যে আমার’-এ চরম নাটকীয় মোড়!

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, মানসী অপর্ণা আর আর্যর খোঁজে বাইরে বেরোলে হঠাৎ সন্তু এসে বাধা দেয়। তারপর রুম্পাও এসে উপস্থিত হয়, দু’জনে মিলে গান বাজনা শুরু করে কোনও রকমে মানসীকে আটকায়। ওদিকে অপর্ণা আর্যকে বলে, আজ যদি সে বি’ষও খাইয়ে দেয় অপর্ণা হাসি মুখে খেয়ে নেবে।

যদি কখনও জানতে পারে, আর্য অপরাধী আর জেলে যেতে হবে। তাহলে যেদিন সে মুক্তি পাবে, অপর্ণা বাইরেই অপেক্ষা করবে তার জন্য। এমনকি এত সম্পত্তি ছেড়ে যদি রাস্তায় থাকতে চায় আর্য, অপর্ণা সেটা করতেও রাজি। এতটাই বিশ্বাস করে অপর্ণা, তাও আর্য নিজের সত্যিটা বলতে পারবে না জানিয়ে চলে যায়। অপর্ণাদের বাড়িতে গিয়ে সে ফিরে যাওয়ার অনুমতি নেয়।

তারপর মাকে অনুরোধ করে বাড়ি ফিরতে, অপর্ণার মা-বাবা কিছুই বুঝতে পারেন না। কিন্তু আর্যর মা, রাজলক্ষ্মী বুঝতে পারেন যে সত্যিটা বলে নিয়ে নিশ্চই অপর্ণার সঙ্গে মনমালিন্য হয়েছে তার। এদিকে অপর্ণা ঘরে বসে চিন্তা করছে, হঠাৎ জানলায় সেই পাগল ব্যক্তি এসে হাজির হয়। অপর্ণা কথা আছে বললেও সে দাঁড়ায় না, বরং আরও জোড়ে পা চালাতে শুরু করে।

অপর্ণাও তার পিছু নিয়ে অনেকটা দূর এগিয়ে যাওয়ার পর অনুভব করে ওই ব্যক্তি অনেক কিছুই বলার আছে। তবে, নিজের পেছনে নিয়ে যাওয়ার চেষ্টাই করছে অপর্ণাকে। আগে পরের কথা কিছু না ভেবে অপর্না তার পেছন পেছন চলতে শুরু করে। অন্যদিকে কেউ একজন কিঙ্করকে ফোন করে ওই পাগল ব্যক্তির পিছনে অপর্ণার যাওয়ার কথাটা জানায়। কিঙ্কর ভাবে এটাই সুযোগ, অপর্ণাকে বাড়ি থেকে অনেক দূরে আছে।

এবার শেষ করে দেওয়া যাবে ওকে, যাতে আর্যর সঙ্গে বিয়েটা না হয়। অপর্ণা ওই পাগলের পেছনে যেতে যেতে গিয়ে পৌঁছায় সেই আর্যদের বাগান বাড়িতে। এবার মনে আর কোনও দ্বন্দ্ব নেই অপর্ণার যে এখানেই সব সত্যি লুকিয়ে আছে। হঠাৎ আকাশে কালো মেঘ করে আসে এবং বাজ পরতে শুরু করে। অপর্ণা একটা গাছের তলায় আশ্রয় নেয়। গেছে খোদাই করে লেখা ‘আর প্লাস এস’।

অপর্ণা অনুমান করে, আর যদি রাজনন্দিনী হয় তাহলে এস কি শঙ্কর? অপর্ণা সিদ্ধান্ত নিয়ে ফেলে তাকে আজকেই মাধবপুর যেতে হবে, আর্যর সত্যিটা জানতে। সেই মতো একটা ট্যাক্সিতে উঠে পড়ে সে, দেখা যায় সেই গাড়ির চালক আর্য। ছদ্মবেশে অপর্ণা সুরক্ষার জন্য সে এসেছে। হঠাৎ করে তীব্র আলো তাদের গাড়ির সামনে আসায়, দিক শূন্য হয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা!

Piya Chanda