জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“অপমান করতে চাইনি বলে ক্ষমা চেয়েছি, আমার কথা ভুলভাবে বুঝে নিয়েছিলেন!”— অরিজিতের সঙ্গে পুরনো আক্ষেপ মুছে দিলেন সলমন খান! সাত বছরের দূরত্ব ঘোচাল এক মুহূর্তের হাসি, স্বীকার করলেন নিজের দোষ?

বিনোদন জগতে তারকাদের মধ্যে মনোমালিন্য নতুন কিছু নয়। কিন্তু এরই মধ্যে কিছু ঘটনা এমনভাবে মানুষের মনে দাগ কাটে, যে তা বছরের পর বছর আলোচনায় চলে আসে। সবার প্রিয় গায়ক ‘অরিজিৎ সিংহ’ (Arijit Singh) এবং বলিউডের ভাইজান ‘সলমন খান’-এর (Salman Khan) মধ্যে যে তুমুল বিতর্ক হয়েছিল, সেটা ঠিক এমনই এক ঘটনা। তবে সম্প্রতি ‘বিগ বস্‌ ১৯’-এর (Big Boss 19) মঞ্চে সলমন যেভাবে এই প্রসঙ্গে মুখ খুললেন, তাতে অনেকের মনে জমে থাকা পুরনো প্রশ্নের উত্তর যেন একসঙ্গে মিলে গেল।

কৌতুকশিল্পী রবি গুপ্তা এদিন উপস্থিত হয়েছিলেন ভাইজানের মঞ্চে। হালকা মজার ছলে একটি প্রসঙ্গ তোলেন, যা আসলে সলমনের মনে বহুদিনের জমে থাকা ক্ষোভের বিষয়ের দিকেই ইঙ্গিত করছিল। তাঁর মুখ নাকি অনেকটা অরিজিৎ-এর মতো, আর সেই কারণেই সলমনের সামনে আসতে তাঁর ভয় হচ্ছিল। রবি মজার ছলে বললেও, কথাটা শুনে সলমন যে হেসে ফেলেন। হেসে তিনি স্পষ্ট করে জানান, অরিজিৎ তাঁর খুব ভাল বন্ধু এবং যা ঘটেছিল, তা আসলে একটা সাধারণ ভুল বোঝাবুঝি। সবাইকে অবাক করে তিনি স্বীকার করেন, সেই ভুলটা ছিল তাঁর দিক থেকেই!

এই কথোপকথনের সূত্র ধরেই পুরনো ঘটনার কথা আবার সামনে আসে। প্রসঙ্গত, ২০১৪ সালের একটি জাতীয়স্তরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সলমন ছিলেন সঞ্চালক। অনুষ্ঠানের আবহ ছিল মজাদার, তবে মঞ্চে উঠে পুরস্কার নিতে আসা অরিজিৎকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল, সেদিন তাঁর পোশাকও ছিল ছিমছাম। সলমন তখন ঠাট্টা করে জিজ্ঞেস করেন, “ঘুমোচ্ছিলে নাকি?” উত্তরে অরিজিৎ একটু কৌতুক সুরেই বলেছিলেন, “আরে আপনিই তো ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।” দর্শকরা হাসলেও সলমন বিষয়টা ততটা হালকাভাবে নেননি।

এরপর থেকেই শোনা যায়, সলমনের একাধিক ছবির গান থেকে বাদ পড়েন অরিজিৎ, যার মধ্যে ছিল ‘সুলতান’-এর জনপ্রিয় গান ‘জগ ঘুমেয়া।’ যদিও গানটি প্রথমে অরিজিৎ গেয়েছিলেন, পরে তা রাহত ফতেহ আলি খানের কণ্ঠে শোনা যায়। এই ঘটনার পরে ২০১৬ সালে অরিজিৎ সামাজিক মাধ্যমে খোলাখুলি ক্ষমা চান সলমনের কাছে। তিনি স্পষ্ট লেখেন, তাঁর কোনও উদ্দেশ্য ছিল না অপমান করার। পরিস্থিতির কারণে যা বলেছিলেন, তা হয়তো ভুলভাবে ধরা হয়েছিল। আজ পর্যন্ত সব তারকাদের জন্য গান গাইলেও, সলমনের হয়ে গান গওয়া তাঁর হয়নি

এই নিয়ে অরিজিৎ-এর মনের ভিতর যে দুঃখ জমে ছিল, সেটা তাঁর সেই খোলা চিঠিতে স্পষ্ট বোঝা গিয়েছিল। সব মিলিয়ে বর্তমানে সলমনের বক্তব্য শুনে যেটা স্পষ্ট, সময় অনেক ক্ষতই সারিয়ে দিতে পারে। বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু সেটা মেনে নেওয়ার মানসিকতা সকলের থাকে না। সলমনের এই স্বীকারোক্তি শুধুই একটা দ্বন্দ্ব মিটে যাওয়ার গল্প নয় বরং তারকাদের জীবনের আড়ালে থাকা সেই সহজ, মানবিক অনুভবেরই প্রকাশ, যা অনেক সময় লোকচক্ষুর আড়ালেই থেকে যায়।

Piya Chanda