জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দু’বছরের যাত্রার পর বিদায়ের পথে ‘ফুলকি’! শেষ হতে চলেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক, কবে সম্প্রচারিত হবে অন্তিম পর্ব? এরপর কোন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য?

টেলিভিশনের জগৎ মানেই রোজ নতুন গল্প, নতুন মুখ আর নিত্য পরিবর্তনের ছোঁয়া। যেই ধারাবাহিক একদিন সকল দর্শকদের মন জয় করেছিল, সময়ের সঙ্গে সঙ্গে তার সমাপ্তিও অনিবার্য। শোনা যাচ্ছে, এমনই এক সিদ্ধান্তে নাকি পৌঁছেছে জি বাংলা (Zee Bangla) কর্তৃপক্ষ। তাদের জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) এবার শেষ অধ্যায়ের পথে হাঁটছে! এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হওয়ার পাশাপাশি, শুরু থেকেই সেরা পাঁচের তালিকায় স্থান ধরে রেখেছে। তাহলে কেন হঠাৎ করে শেষ করার সিদ্ধান্ত?

প্রসঙ্গত, দু’বছর আগে শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথচলা। শুরু থেকেই গল্পের সাদামাটা আবেগ, চরিত্রের বাস্তবতা এবং অভিনেতাদের নিখুঁত অভিনয়ে দর্শকের মনে জায়গা করে নেয় এই ধারাবাহিক। টিআরপি তালিকায় একাধিকবার সেরা স্থানও দখল করেছে। তবু এত সাফল্যের মধ্যেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। কারণ, তাদের মতে গল্পের মর্যাদা তখনই থাকে, যখন সেটা জনপ্রিয়তার শীর্ষে থেকে শেষ হয়। ‘ফুলকি’র দীর্ঘ যাত্রাপথে দর্শকরা পেয়েছেন অনেক মনে রাখার মতো মুহূর্ত।

অনেকেই পেয়েছেন কিছু চোখ ভেজানো মোড়ও। রুদ্র এবং ফুলকির সংঘাত, জীবনের ছোট ছোট লড়াই সব মিলিয়ে এই ধারাবাহিক হয়ে উঠেছিল অনেক পরিবারের প্রাত্যহিক বিনোদনের অবিচ্ছেদ্য অংশ। কর্তৃপক্ষ সূত্রে খবর, ধারাবাহিক শেষ হবে রুদ্রর মৃ’ত্যুর মাধ্যমেই! উল্লেখ্য, ফুলকি চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ‘দিব্যাণী মণ্ডল’ এবার বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবির মাধ্যমে। শীঘ্রই শুরু হবে শুটিং, তাই ধারাবাহিকের শেষের খবরে অবাক হওয়ার কোনও কারণ দেখছেন না কর্তৃপক্ষ।

তবে ‘ফুলকি’র জায়গায় আসছে একদম নতুন গল্প— ‘তারে ধরি ধরি মনে করি’, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ‘পল্লবী শর্মা’কে। এই নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে টেলিপাড়ায়। যদিও এখনও পর্যন্ত সম্প্রচারের নির্দিষ্ট দিন ঘোষণা হয়নি, তবুও জি বাংলার অন্দরমহল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই নাকি শেষ হতে পারে ‘ফুলকি’-র শুটিং। সেই জায়গাতেই খুব শিগগিরই শুরু হবে পল্লবী শর্মার নতুন ধারাবাহিকের কাজ। গল্প ও চরিত্র নিয়ে চ্যানেল এখনই গোপনীয়তা বজায় রাখতে চায় ধারাবাহিক কর্তৃপক্ষ।

তবে শোনা যাচ্ছে, পল্লবীর নতুন ধারাবাহিক হবে একদম আলাদা স্বাদের পারিবারিক গল্প। তবে, শেষ মানেই থেমে যাওয়া নয়। বরং নতুন কিছু শুরু হওয়ার ইঙ্গিতই দেয় প্রতিটি সমাপ্তি। ‘ফুলকি’র জনপ্রিয়তা যেমন দর্শকের ভালোবাসার প্রমাণ, তেমনই ‘তারে ধরি ধরি মনে করি’র শুরু হওয়ার খবরে নতুন উত্তেজনা তৈরি করেছে সিরিয়ালপ্রেমীদের মধ্যে। এখন সবার অপেক্ষা, কবে থেকে জি বাংলার পর্দায় আসছে নতুন গল্প, আর কতটা জায়গা করে নিতে পারবে তা দর্শকের মনে।

Piya Chanda

                 

You cannot copy content of this page