এই মুহূর্তে টিআরপি তালিকায় এক কথায় রাজ করছে জি বাংলা আর হবে না-ই বা কেন, একটার পর একটা নতুন ধারাবাহিক এবং তার গল্পগুলি রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে! দর্শকদের মনে এত অল্প সময় এমনভাবে গেঁথে গেছে চরিত্রগুলি যে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা নেই নির্মাতাদের। এমনই একটি নতুন ধারাবাহিক হলো জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন শ্রুতি দাস (Shruti Das) এবং আরাত্রিকা মাইতি (Aratrika Maity)।
এই ধারাবাহিকে তাঁর অনাথ দুই বোন উজি এবং নিশা চরিত্রে, যাদের জীবনের গল্প এবং বাবার মৃ’ত্যুর প্রতিশোধ নিয়ে এগোচ্ছে ধারাবাহিকটি। অভিনয় দক্ষতার কথা যদি বলতে হয়, তাহলে দুই অভিনেত্রীই সমান পারদর্শী তাদের চরিত্রে, বলা যায় একেবারে সোয়ানে সোয়ানে টক্কর! ধারাবাহিকের সম্প্রতিক পর্বে, এই দুই বোন কলকাতা এসে ছদ্মবেশ নিয়ে বাবার খু’নিদের শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে। এখন সর্বত্র প্রশংসা পেলেও, প্রথমদিকে যখন প্রমো প্রকাশ পেতেই নানান সমালোচনার মুখে পড়তে হয়েছিল ধারাবাহিকের মুখ্য অভিনেত্রীদের।

সমাজ মাধ্যমে একদল মানুষ কটাক্ষ, অপমান এমনকি ব্যক্তিগত আক্রমণ করতেও পিছপা হয়নি। কিন্তু সময় তাদের ভুল প্রমাণ করেছে। এখন সেই সমালোচনাকারীরাই অনেকটা চুপ, কারণ এই ধারাবাহিকটি প্রমাণ করে দিয়েছে যে, ভালো কনটেন্ট আর মেধাবী অভিনয়ের কাছে সব নেতিবাচকতা একসময় হেরে যায়। শুরু হয়েছিল একটি অপেক্ষাকৃত কম জনপ্রিয় টাইম স্লটে, যেটা অনেক সময়েই দর্শকদের নজর কাড়তে পারে না। কিন্তু ‘জোয়ার ভাঁটা’ এই চ্যালেঞ্জকে পরিণত করেছে এক অসাধারণ সুযোগে।
মাত্র তিন সপ্তাহের মধ্যেই ধারাবাহিকটি টিআরপি তালিকায় বড়সড় লিড নিয়েছে। এটি খুব সহজ কোনও কৃতিত্ব নয়! অভিনয়ের ক্ষেত্রে আরাত্রিকার ‘উজি’ চরিত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আগের ‘রাই’ চরিত্রটি নিয়ে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, ‘উজি’র মাধ্যমে তিনি যেন নিজের সেই ইমেজ ভেঙে বেরিয়ে এসেছেন। চরিত্রের পরিপক্বতা, আবেগের গভীরতা আর অভিনয়ের দ্যুতি— সব মিলিয়ে উজি চরিত্রটি যেন এক নতুন আরাত্রিকাকে আমাদের সামনে তুলে ধরেছে। দর্শকও এই রূপান্তরকে সাদরে গ্রহণ করেছে।
আরও পড়ুনঃ “নিজের বোনেদের থেকে ফোঁটা পাওয়া মনে নেই, মানালি কখনও ভোলে না ভাইফোঁটা দিতে!” “রক্তের সম্পর্ক না হলেও, পাশে থাকে সবসময়”— ভাইফোঁটার প্রাক্কালে স্মৃতিতে ভাসলেন শুভ্রজিৎ! রক্তের চেয়েও গাঢ় আত্মিক, বোন মানালির সঙ্গে সম্পর্ক!
অন্যদিকে অভিনেত্রী শ্রুতি দাস, দীর্ঘদিন ছোট পর্দা থেকে দূরে থাকার পর অবশেষে নিশা চরিত্রে নিজের জাত চেনাচ্ছেন এই ধারাবাহিকে! তবে, ধারাবাহিকের সবচেয়ে বড় শক্তি হলো এর গল্প। বহু দর্শকরা বলছেন, “ধন্যবাদ জি বাংলাকে, এমন একটি ধারাবাহিক উপহার দেওয়ার জন্য।” “সবাই নিজের জায়গা থেকে দারুণ অভিনয় করছে, কিন্তু সত্যি বলতে ধারাবাহিকটা দেখি শুধুমাত্র নিশা চরিত্রের জন্য। এই চরিত্রে শ্রুতি দির প্রতিটা এক্সপ্রেশন, প্রতিটা সংলাপ, প্রতিটা আবেগ যেন হাড়ে হাড়ে ঢুকে যায়।” আপনাদের কেমন লাগছে এই ধারাবাহিক? জানাতে ভুলবেন না কিন্তু!