জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অবশেষে ইন্দ্রাণীর সামনে কুসুম-আয়ুষ্মানের বিয়ের সত্যি! ‘কুসুম’-এর নতুন প্রোমোতে পুরস্কারের মঞ্চে ইন্দ্রাণীর চোখে জল, গাঙ্গুলী পরিবারে নতুন ঝড়! এবার কি সত্যিই বাড়ি ছাড়তে হবে কুসুমকে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’ (Kusum) দর্শকদের প্রিয় হওয়ার জায়গায়, বিতর্কিত বেশি হয়েছে উঠেছে। আর এইসবের কেন্দ্রে রয়েছে কুসুমের একরোখা মনোভাব। তার প্রতিটি পদক্ষেপই যেন জন্ম দিচ্ছে নিত্যনতুন ঝামেলার। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য আয়ুষ্মানের সঙ্গে বিয়ের নাটক করলেও, কুসুমের চোখে সেটি ছিল এক বাস্তব মুহূর্ত। তাকে সবাই বিয়ের চিহ্ন খুলে ফেলতে বললেও, সে যে সেটা মানবে না তা যেন শুরু থেকেই ঠিক করে রেখেছিল।

শাঁখা-পলা কিংবা সিঁদুর, তার কাছে শুধুই সাজসজ্জা না, অনুভবের প্রতীক। গল্পে যতটা না নাটকীয়তা, তার চেয়ে বেশি একটা সাধারণ ঘটনাকে কুসুম এমন কেন করছে এই নিয়ে দর্শকদের ক্ষোভ। ইন্দ্রাণীর কাছে বারবার অপমানিত হলেও, কুসুম তার মন জয় করার চেষ্টায় একটুও হাল ছাড়েনি। সে জানে, মন জেতা একদিনে হয় না, আর প্রতিটি সম্পর্কই গড়ে ওঠে ধৈর্য আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে।

Zee Bangla Serial Kusum New Promo 13 Oct Facing Huge Backlash By Netizens

পরিবারের অন্দরে ঘটে চলা ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি কিংবা অনভিপ্রেত ঘটনাগুলোর মাঝেও কুসুম নিজের অবস্থান ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে। লুকিয়ে লুকিয়ে সে আয়ুষ্মানের সঙ্গে মিথ্যে সম্পর্কটা একতরফা রেখেই চলেছে। কখনও সে লুকিয়ে সিঁদুর পরছে, হাতে লোহা পরছে, আবার গাঙ্গুলী বাড়ির বাকি স্ত্রীদের মতো অবিবাহিত হয়েও সে ব্রত পালন করছে!

এইসব নিয়ে আয়ুষ্মানের যথেষ্ট আপত্তি এবং অস্বস্তিবোধও কাজ করছে। সে অনেকবার কুসুমকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কুসুম বুঝতে নারাজ। আয়ুষ্মান জানে, যদি তার মা ইন্দ্রানী জানতে পারে মিথ্যে হলেও কুসুমের মাথায় সে সিঁদুর পরিয়েছে তাহলে ছেড়ে কথা বলবে না! তাই যতবারই তার মা ওই বিজ্ঞাপন দেখতে চায়, সে কোনও না কোনওভাবে সেটা এড়িয়ে যায়। কিন্তু সত্যি যে বেশিদিন চাপা থাকে না!

এদিন নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই দেখা গেল, আয়ুষ্মানের তৈরি বিজ্ঞাপন সেরা পুরস্কার পাচ্ছে। সেই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আয়ুষ্মানের হাতে ইন্দ্রাণীই তুলে দেয় পুরস্কারটি। এরপর বড় পর্দায় দেখানো হয় বিজ্ঞাপনটি, যেটা দেখেই ইন্দ্রাণীর পায়ের তলার মাটি সরে যায়! আয়ুষ্মান সিঁদুর পরিয়েছে কুসুমকে, এটা তিনি মেনে নিতে পারেন না আর চলে যায়। আয়ুষ্মান ভেঙে পড়ে আর কুসুমও চিন্তায় পড়ে যায় এবার কি হবে?

Piya Chanda