জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“একজন আর্টিস্ট হিসেবে শ্রুতি-আরাত্রিকার সঙ্গে কাজ করতে পারা এটা আমার ভাগ্য!” দুই নায়িকার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেতা অভিষেক বীর শর্মা! কেমন সম্পর্ক তাঁদের?

জি বাংলার পর্দায় একের পর এক নতুন ধারাবাহিক আসছে, আর সেই তালিকায় এখন সবচেয়ে বেশি নজর কাড়ছে ‘জোয়ার-ভাঁটা’। গল্পে নতুনত্ব, চরিত্রে বাস্তবতার ছোঁয়া—সব মিলিয়ে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক। সম্প্রতি এই সিরিয়ালটি টিআরপি তালিকাতেও জায়গা করে নিয়েছে সেরাদের মধ্যে।

‘জোয়ার-ভাঁটা’-র কাহিনিতে রয়েছে সম্পর্কের টানাপোড়েন, মান-অভিমান আর আবেগের গল্প। অভিনয়ে রয়েছেন শ্রুতি দাস, আরাত্রিকা মাইতি ও অভিষেক বীর শর্মা। গল্পের গতি যেমন মসৃণ, তেমনি প্রতিটি চরিত্র দর্শক আনন্দ করে দেখে থাকেন। সিরিয়ালটি যত এগোচ্ছে, ততই দর্শকদের আগ্রহ বাড়ছে পরের পর্ব নিয়ে।

শ্রুতি দাসের অভিনয় নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে। তাঁর সংলাপ বলার ধরন, আবেগের প্রকাশ—সবই প্রশংসনীয়। অন্যদিকে আরাত্রিকা মাইতিও নিজের চরিত্রে সম্পূর্ণ মানিয়ে নিয়েছেন। দুই অভিনেত্রীর উপস্থিতিতে ধারাবাহিকটি যেন আরও জীবন্ত হয়ে উঠেছে।

তবে শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও নাকি দারুণ সম্পর্ক রয়েছে অভিনেতাদের মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়ক অভিষেক বীর শর্মা জানিয়েছেন, সহ-অভিনেত্রী আরাত্রিকার সঙ্গে এখনো পর্যন্ত খুব বেশি দৃশ্যে কাজ না হলেও, যেটুকু কাজ করেছেন তা এক কথায় অনবদ্য অভিজ্ঞতা।

শ্রুতি দাসের বিষয়ে অভিষেকের বক্তব্য, “একজন আর্টিস্ট হিসেবে আমি এত ভালো টিম পেয়েছি, এটা আমার ভাগ্য।” তিনি জানান, পুরো ইউনিটই একে অপরকে সহযোগিতা করেন, আর সেই কারণেই কাজের পরিবেশটা এত সুন্দর। অভিনেতার কথাতেই স্পষ্ট—‘জোয়ার-ভাঁটা’ শুধু পর্দার গল্পের বাইরে, বাস্তবে একটি মজবুত টিমওয়ার্কের প্রতিচ্ছবি।

Piya Chanda

                 

You cannot copy content of this page