জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“সাফল্যের একেবারে শীর্ষে পৌঁছেছি, এখন ভয় শুধু নিচে পড়ার — আমি নিজেকে ভয় পাচ্ছি, হয়তো এর চেয়ে ভালো দিতে পারবো না” — অকপট স্বীকারোক্তি দেবের! ‘এটি কি অহংকার নাকি অর্জিত সাফল্যের আত্মবিশ্বাসের প্রকাশ?’- প্রশ্ন নেটিজেনদের!

টলিউড এখন আগের থেকে অনেক বদলে গেছে। একসময় যে জগৎ ছিল শুধুমাত্র রোমান্স আর গানে ভরপুর, এখন সেখানে আসছে গল্পের গভীরতা, বাস্তব চরিত্র আর নতুন ধরনের সিনেমার ধারা। দর্শকরাও এখন গল্প, অভিনয় আর উপস্থাপনার দিকটায় অনেক বেশি মনোযোগী। তাই আজকের টলিউডে টিকে থাকতে গেলে শুধু তারকা খ্যাতি নয়, প্রয়োজন নতুন চিন্তাভাবনারও। এই সময়ে যে কয়েকজন তারকা নিজেদের আলাদা জায়গা তৈরি করতে পেরেছেন, তাদের মধ্যে দেব অন্যতম।

দেব শুধু একজন অভিনেতা নন, তিনি এখন টলিউডের ব্র্যান্ড নাম। একের পর এক সফল সিনেমা দিয়ে তিনি প্রমাণ করেছেন নিজের বহুমুখী ক্ষমতা। কখনও রাজনৈতিক চরিত্রে, কখনও দেশাত্মবোধক গল্পে আবার কখনও রোমান্টিক হিরো হিসেবে দর্শকদের সামনে নতুনভাবে হাজির হয়েছেন। টলিউডের নতুন প্রজন্মের অনেকেই বিশ্বাস করেন, দেবের মতো একজন বাণিজ্যিক তারকা ইন্ডাস্ট্রির ভাবমূর্তি বদলে দিয়েছেন। তাঁর হাত ধরেই বাংলা সিনেমা আবার ঘরে ফিরেছে সাধারণ দর্শকের কাছে।

সম্প্রতি দেবের সিনেমাগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘খাদান’ এবং ‘রঘু ডাকাত’। এই দুই ছবিই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে এবং সমালোচকদের কাছেও প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে দেব নিজের প্রোডাকশন হাউসের কাজেও বেশ ব্যস্ত, পাশাপাশি নতুন কিছু গল্প নিয়েও ভাবছেন অভিনেতা দেবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব স্বীকার করেছেন, সাফল্যের এই উচ্চতাই তাঁর জন্য এখন কিছুটা ভয়ের কারণ। তাঁর কথায়, “আমি নিজেকেই ভয় পাই, কারণ যতটা দিতে পেরেছি হয়তো তার চেয়ে আর ভালো কিছু এখন দিতে পারব না।” তিনি বলেন, এখন তিনি এমন এক জায়গায় পৌঁছেছেন যেখান থেকে হয়তো নিচে পড়ার ভয়টাই বেশি, কারণ ওপরে ওঠার আর জায়গা নেই। দেবের এই স্বীকারোক্তি তাঁর আত্মবিশ্বাস স্পষ্ট করে তোলে।

তবে দেবের এই মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে অনেকে তাঁর সততা আর সাহসিকতার প্রশংসা করেছেন, অন্যদিকে অনেকেই মনে করছেন এসব কথায় অভিনেতার মধ্যে অহংকারের ছাপ রয়েছে। কেউ কেউ বলছেন, সাফল্যের কোনো চূড়ান্ত সীমা নেই—সবসময়ই নতুন কিছু করার সুযোগ থাকে। তাই দেবের বক্তব্য তাঁদের কাছে খানিকটা আত্মম্ভরিতার মতো লেগেছে। যদিও সমর্থকদের দাবি, দেব যা বলেছেন, তা বাস্তব আর সৎ স্বীকারোক্তি—যিনি সত্যিই নিজের সবটুকু দিয়েছেন, তিনিই এমন কথা বলতে পারেন।

Piya Chanda