জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“না খু’নি, মা’দক ব্যবসায়ী, না করেছি নারী পা’চার…শুধু বিয়ে করে দোষী!” “নাচতে না জানলে উঠোন বাঁকা…সংসার করতে পারেনি, অন্যকে দোষারোপ করে দেবী সাজছে!”— পিঙ্কিকে একসঙ্গে আ’ক্রমণ কাঞ্চন-শ্রীময়ীর?

টলিউডের জনপ্রিয় মুখ কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) ব্যক্তিগত জীবন বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু। রাজনীতির ময়দানে কিংবা অভিনয়ের পর্দায়— সব জায়গায়ই তিনি নিজের উপস্থিতি রেখেছেন সমানভাবে। তবে আলোচনার পাশাপাশি বিতর্কও তাঁর জীবনের সঙ্গী। প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinky Banerjee) সঙ্গে প্রায় বারো বছরের দাম্পত্যে ইতি টানার পর থেকেই শুরু হয় নানা রকম জল্পনা। সেই সম্পর্কে ভাঙনের পেছনে কারণ হিসেবে উঠে আসে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) নাম।

যদিও কাঞ্চন বারবারই বলেছেন, এই সম্পর্কের শুরু অনেক আগে থেকেই বন্ধুত্ব দিয়ে। প্রসঙ্গত, পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পর কাঞ্চন নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করেন শ্রীময়ীর সঙ্গে। দীর্ঘদিন প্রেমের পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাঁরা আইনি বিয়ে সারেন, পরে সামাজিকভাবেও অনুষ্ঠান সম্পন্ন হয়। বছরের শেষের দিকে আসে তাঁদের জীবনে আরও এক নতুন আনন্দ, জন্ম নেয় তাঁদের কন্যা সন্তান ‘কৃষভি’। তবে এই খবরে খুশির পাশাপাশি সমাজ মাধ্যমে নতুন করে উস্কে ওঠে পুরনো বিতর্ক।

একদল মানুষ কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ককে দোষারোপ করেন। অন্যদিকে এইসবে কান না দিয়ে, দু’জনেই এখন নিজেদের মতো করে সংসার গুছিয়ে নিয়েছেন। তবে, বিতর্ক যেন পিছু ছাড়ে না এই দম্পতির। বিশেষত সামাজিক মাধ্যমে প্রায় প্রতিদিনই তাঁদের উদ্দেশে আসে কটাক্ষ। কেউ বলেন, কাঞ্চন নিজের পুরনো সংসারের প্রতি অন্যায় করেছেন, আবার কেউ শ্রীময়ীকে অভিযুক্ত করেন অন্যের সংসার ভাঙার জন্য। কিন্তু এই নিয়ে খুব একটা মুখ খোলেন না তাঁরা। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাঞ্চনকে যখন প্রশ্ন করা হয় যে,

বারবার কেন তৃতীয় বিয়ের জন্য তাঁকে কাঠগড়ায় তোলা হয়? কাঞ্চন কিছুটা ক্ষুব্ধ গলায় বলেন, “না আমি খু’নি, না মা’দক ব্যবসায়ী, না করেছি নারী পা’চার— তাহলে কেন আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে রোজ? একটা বিয়ে ভেঙে কি কেউ আর বিয়ে করেনি? খুব সাধারণ একটা বিষয়কে নেটিজেন নামক একদল বিনোদনের খোরাক বানিয়ে ফেলেছে। আমার সত্যিই মনে হয়, সমাজ মাধ্যম একটা কল তলায় পরিণত হয়েছে। যেখানে রাষ্ট্রপতি ছাড় পাচ্ছে না, সেখানে আমি তো একজন নগণ্য অভিনেতা।”

অন্যদিকে, যখন দু’জনকেই প্রশ্ন করা হয় যে অতীতের সম্পর্ক দিয়ে কি শিখেছেন দু’ইজনে? কাঞ্চন বলেন, “অতীতটা দুঃস্বপ্ন, ওটা ভুলে যেতে চাই!” তাঁর কথার সুরে একরাশ আক্ষেপের সঙ্গে মুক্তির স্বস্তিও মিশে ছিল। শ্রীময়ীর প্রতিক্রিয়াও কম তীক্ষ্ণ নয়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমি কাঞ্চনের সম্পর্ক থেকে শিখেছি যে, নাচতে না জানলে কি করে উঠোন বাঁকা বলা যায়! মনে, নিজে সংসার করতে পারল না আর এদিকে অন্যকে দোষারোপ করে দেবী সাজছে!” তাঁদের এই মন্তব্যই যেন এক নতুন বিতর্কের দরজা খুলে দিয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page