শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর সেই ছোট্ট ইন্দুবালা মায়াবী চোখ আর অভিনয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন—সেই পারিজাত চৌধুরী এবার নতুন রূপে ফিরছেন। ছোট পর্দার প্রিয় মুখ এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছে পরিচালক রাজা চন্দের নতুন ছবি ‘হালুম’-এর মাধ্যমে।
ছবিটি কোনও সাধারণ গল্প নয়। প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ‘বাঘু মান্নার বরাত’ অবলম্বনে তৈরি এই সিনেমায় উঠে এসেছে বীরভূমের মাটির গন্ধমাখা বাস্তব জীবন। রাজা চন্দ জানিয়েছেন, সিনেমাটির প্রতিটি দৃশ্যেই রয়েছে পল্লিজীবনের সুখ, দুঃখ আর টানাপোড়েন। এখানে বাঘু মান্নার চরিত্রে দেখা যাবে অভিনেতা সত্যম ভট্টাচার্যকে, আর তাঁর সঙ্গী ময়নার চরিত্রে থাকছেন পারিজাত চৌধুরী।
কিন্তু এখানেই শেষ নয়, ‘হালুম’-এর চিত্রনাট্য লিখেছেন পারিজাতের বাবা ভাস্কর চৌধুরী। তাই চরিত্রটি তাঁকে মানসিকভাবেও বিশেষভাবে যুক্ত করেছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, পিয়ান সরকার ও সায়ন ঘোষ। সংগীত পরিচালনায় রয়েছেন সাত্যকি বন্দ্যোপাধ্যায় এবং জনপ্রিয় ব্যান্ড মন ফকিরা।
জানা গেছে, শান্তিনিকেতনের নিরিবিলি পরিবেশেই সম্পূর্ণ হয়েছে ছবির শুটিং। ঘাসফুলের গন্ধ, ধুলোবালি আর গ্রামীণ সরলতায় ভরা সেই প্রান্তরেই জন্ম নিয়েছে ‘হালুম’-এর প্রতিটি দৃশ্য। নির্মাতারা জানিয়েছেন, শ্যুটিংয়ের সময় গ্রামীণ মানুষদের জীবনের ছোঁয়াও লেগেছে পারিজাতের অভিনয়ে—যা সিনেমার মূল আবেগকে আরও গভীর করেছে।
আরও পড়ুনঃ বিপ্লবীর বেশে সুপারস্টার জিৎ! ‘কেউ বলে বিপ্লবী’-তে অনন্ত সিংহের চরিত্রে দেশপ্রেমের ছোঁয়ায় দারুণ চমক দিতে আসছেন জিৎ! তবে কী জিতের সামনে হার মানবে রঘু ডাকাতও?
‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর আগেই ‘হালুম’-এর শ্যুটিং করেছিলেন পারিজাত। তবে সেটি এখন বড় পর্দায় মুক্তি পাচ্ছে। চরিত্রের প্রয়োজনে তাঁকে গ্রামীণ এক কালো মেয়ে হিসেবে দেখা যাবে, যার জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন তিনি। দিনরাত পরিশ্রম করে চরিত্রটিকে বাস্তব করে তুলেছেন পারিজাত, আর সেই নিবেদনই হয়তো এবার দর্শকদের মুগ্ধ করবে ‘হালুম’-এর পর্দায়।
