জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘মীরা চরিত্রটাকে ইচ্ছে করে খারাপ করা হচ্ছে! মীরাকে পছন্দের জন্য তৈরি করা হয়নি!’—’চিরদিনই তুমি যে আমার’এ নিজের চরিত্র নিয়ে বি’স্ফো’রক অভিনেত্রী তন্বী লাহা রায়

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর অন্যতম আলোচিত চরিত্র মীরা। মুখ্য চরিত্র অপু ও আর্যের সঙ্গে সমান জনপ্রিয় এই নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন তন্বী লাহা রায়। দর্শক যেমন ভালোবাসেন অপুর সরলতা, তেমনই মীরার কূটচাল নিয়েও হয় তুমুল আলোচনা। চরিত্র যতই বিতর্কিত হোক, অভিনয়ে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তন্বী।

সম্প্রতি এই চরিত্রের জন্য বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছেন অভিনেত্রী। পুরস্কার হাতে পেয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি শেয়ার করেন তিনি। লিখেছেন, “মীরাকে মানুষের পছন্দের জন্য তৈরি করা হয়নি, সারা জীবন মনে রাখার জন্য তৈরি করা হয়েছে।” তাঁর এই বক্তব্য ঘিরেই নেটমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। কেউ বলছেন, “একদম ঠিক কথা বলেছেন,” আবার কেউ বলছেন, “তন্বী নিজেকে খুব বেশি সিরিয়াসলি নিচ্ছেন।”

পোস্টে অভিনেত্রী আরও লেখেন, “মীরা খারাপ ছিল না, তাকে ভুল বোঝা হয়েছে। আগুনের মধ্যে দিয়ে হেঁটে নিজের হাসিটা ধরে রেখেছে সে।” তাঁর কথায়, মীরার মতো চরিত্রই প্রমাণ করে, নেতিবাচক চরিত্র মানেই খারাপ মানুষ নয়। তিনি ধন্যবাদ জানিয়েছেন সেইসব দর্শকদের, যারা ‘অন্ধকারের মধ্যে সৌন্দর্য দেখতে’ জানেন।

টেলিভিশনের পর্দায় যতটা কঠিন চরিত্রে দেখা যায় তন্বীকে, বাস্তব জীবনে তিনি ততটাই সংবেদনশীল। মায়ের মৃত্যুর পর থেকেই জীবনে অনেক কঠিন সময় গেছে তাঁর। পঞ্চমীতে মায়ের শাড়ি পরে স্মৃতিতে ডুবে থাকা তন্বীর ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই লিখেছিলেন, “মেয়েটা সত্যিই ভেতর থেকে খুব শক্ত।”

ব্যক্তিগত জীবনেও বেশ ঝড় গেছে তন্বীর। অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গে তাঁর সম্পর্ক একসময় বিয়ের দোরগোড়ায় পৌঁছেছিল। কিন্তু হঠাৎ করেই তা ভেঙে যায়। কিছুদিন আগে এক অনুষ্ঠানে রাজদীপের সঙ্গে মুখোমুখি হলেও, হাসির আড়ালে চোখের কষ্ট লুকিয়ে রেখেছিলেন তন্বী। আপাতত তিনি একা, তবে নিজের ভাষায়—“সত্যিকারের ভালোবাসার অপেক্ষায় আছি।”

Piya Chanda