জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, সকাল হতেই খবরের কাগজ দেখে দাদুর মাথায় বাজ পড়ে। পারুলকে দক্ষিণ ভারতীয় চারজন জ’ঙ্গির সঙ্গে গ্রে’প্তার করা হয়েছে! কেউ কিছুই বুঝতে পারে না, কি করে এমনটা হলো। রায়ান নিজের ফোনটা খুলে দেখে, আগের রাতেই পারুল তাকে ম্যাসেজ করে সবটা জানিয়েছে।
পারুল লিখেছে যে, কদমতলায় তাকে কেউ ডেকেছে জন্ম রহস্য আর মায়ের বিষয়ে কিছু তথ্য দেবে বলে। সঙ্গে পারুল এটাও লিখেছে যে রায়ানকে বলতে গেলে, তার মা বাঁধা দেওয়াতে পারুল একাই বেরিয়ে গেছে ম্যাসেজটা করে। সবটা জেনে রায়ান খুব রেগে যায় নিজের মায়ের উপর যে, তখন পারুলকে আসতে দিলে হয়তো বেঁচে যেত সে আজকে এতবড় মিথ্যে অভিযোগ ধরা পড়ার আগে।
রায়ানের মা বলেন, তিনি শুধুমাত্র রায়ানের পড়াশোনা ঠিক রাখতেই পারুলকে ঢুকতে দেননি। রায়ান উত্তরে বলে, এর আগে তার মায়ের এত চিন্তা ছিল না ছেলের পড়া নিয়ে। শুধুমাত্র পারুলকে হারাতে হবে, নিজের স্বার্থ রক্ষার জন্যই তিনি এমন করে যাচ্ছেন। রায়ান জানিয়ে দেয়, সারা পৃথিবী পারুলের বিপক্ষে গেলেও সে পাশে থাকবে। এই বলে রায়ান, কাকুমণি আর মল্লার মিলে থানায় যায়।
সেখানে গিয়ে রায়ান জানতে পারে যে পারুলকে কোটে তোলা হয়েছে। দু’দিন হেফাজতে থাকত পর, আবার কোট তোলা হবে সাজা ঘোষণার জন্য। রায়ান অভিযোগ সম্বন্ধে জানতে চাইলে পুলিশ বলে, পারুলের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আছে। বাকি চারজন লোক পারুলের মায়ের দলের, যাদের বর্তমান মাথা পারুল। তার মাকে যে পুলিশ অফিসার মে’রেছে, তাকেই মা’রার প্ল্যান করছিল সে।
আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, অসুস্থতার জন্য অনুপস্থিত থাকবেন কলকাতা চলচ্চিত্র উৎসবে! জানালেন নিজেই
রায়ান কিছুতেই বিশ্বাস করতে চায় না, সে জোর করে পারুলের সঙ্গে কথা বলে। পারুল বলে, এই লোকগুলো কোটে সাজিয়ে মিথ্যে কথা বলে আরও ফাঁসিয়ে দিয়েছে পারুলকে। ওদিকে দেখা যায়, শিরীনের মা শিরীনকে বলছেন পারুলকে ঠিক কী করে ফাঁসালো। তিনি মিথ্যে দক্ষিণ ভারতীয় লোক ভাড়া করে পারুলের বিশ্বাস অর্জন করে, তাঁকে সরিয়ে দিয়েছেন রাস্তা থেকে!
